Jalpaiguri: তিস্তায় ভেসে আসা সেনাবাহিনীর মর্টার শেল বিস্ফোরণ, নিহত এক জখম একাধিক

ভয়াবহ কাণ্ড। সিকিম থেকে ভেসে আসা মর্টার শেল তিস্তা থেকে তোলার পর প্রবল বিস্ফোরণ। এই বিস্ফোরণে (Jalpaiguri) জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে নিহত এক। জখম একাধিক। সিকিমের…

ভয়াবহ কাণ্ড। সিকিম থেকে ভেসে আসা মর্টার শেল তিস্তা থেকে তোলার পর প্রবল বিস্ফোরণ। এই বিস্ফোরণে (Jalpaiguri) জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে নিহত এক। জখম একাধিক। সিকিমের লোনাক হ্রদ ফেটে জলপ্রবাহ তিস্তায় হড়পা বান তৈরি করেছে তাতে ভেসে যায় সেনা ছাউনি। সেই ছাউনির মর্টার শেল জলপাইগুড়িতে ফেটেছে বলেই মনে করা হচ্ছে। তীব্র উত্তেজনা৷

বিস্ফোরণের জেরে তীব্র আতঙ্ক। জখমদের চিকিৎসা চলছে। অনেকেই আশঙ্কাজনক। বৃহস্পতিবার মালবাজার মহাকুমার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিস্তার মাছ ধরতে গিয়ে অদ্ভুত দেখতে বস্তুটি নদী থেকে তুলে বাড়িতে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। তার বাড়িতেই সেটি ফাটে।

জলপাইগুড়ি জেলা পুলিশ সতর্কতা বার্তায় বলেছে, সিকিমের বিধ্বংসী বন্যায় সেনা ছাউনি থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ইত্যাদি তিস্তার জলে ভেসে এসেছে। এগুলিতে কোনওভাবেই হাত দেবেন না। দ্রুত নিকটবর্তী থানায় খবর দিন।

বৃহস্পতিবার সকাল থেকেই ময়নাগুড়িতে তিস্তা থেকে একের পর এক দেহ মিলছিল। নদী থেকে কমপক্ষে ১৮ জনের দেহ মিলেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে খবর। এর মাঝে ক্রান্তি ব্লকে তিস্তায় ভাসতে থাকা কিছু অদ্ভুত বস্তু দেখে যারা সেগুলি তুলে এনেছিলেন তারাই বিপদে পড়েছেন। সেগুলি ছিল সেনার মর্টার শেল। অসাবধানী হাতে পড়ায় শেল ফেটে যায়। এর জেরে আতঙ্ক ছড়ায় ক্রান্তি ব্লকে। রক্তাক্ত কয়েকজন ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সিকিমের লোনক হ্রদ ফেটে তিস্তায় হড়পা বানে ভাসিয়ে দেয় সেনা ছাউনি ও সেনার বহু গাড়ি ও ২৩ জওয়ান নিখোঁজ বলে সিকিম সরকার জানাচ্ছে। জলপাইগুড়িতে যাদের দেহ মিলেছে তারা সবাই সেনাকর্মী কিনা তাও বৃহস্পতিবার রাত পর্যন্ত নিশ্চিত নয়। তিস্তার স্রোতের টানে নদীর নিম্ন অববাহিকায় পশ্চিমবঙ্গের দুটি জেলা জলপাইগুড়ি ও কোচবিহারে জারি সতর্কতা। এই দুই জেলা প্রশাসনের পাশাপাশি তিস্তা তীরের আরও দুই জেলা দার্জিলিং ও কালিম্পং প্রশাসনও চালাচ্ছে তল্লাশি।