ISL Fixture Update: ভুবনেশ্বরে সরছে ইস্টবেঙ্গল-গোয়া ম্যাচ, কবে এই খেলা?

গত মাসের ২১ তারিখ থেকে শুরু হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ফুটবল মরশুমে বহু আলোচিত দুই দল তথা কেরালা…

East Bengal vs. Goa Match

গত মাসের ২১ তারিখ থেকে শুরু হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ফুটবল মরশুমে বহু আলোচিত দুই দল তথা কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। প্রত্যেকবার টুর্নামেন্টের শুরুতে ফাইনাল খেলা দুই দলকে দিয়ে প্রথম ম্যাচ খেলানো হলেও এবার বদলে গিয়েছে সেই নিয়ম।

তার ঠিক একদিন পরেই যুবভারতী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলছে গতবারের আইএসএল জয়ী দল তথা মোহনবাগান। বাগান ব্রিগেডের জয়ের ঠিক একদিন পরেই অভিযান শুরু করেছিল ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। তবে এখনো পর্যন্ত এফএসডিএলের সময় সূচি নিয়ে খুব একটা সমস্যা না দেখা গেলেও আগামী ম্যাচগুলি নিয়ে দেখা দিতে একাধিক সমস্যা।

আসলে, আজ থেকেই শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। সূচী বলছে ঠিক সময়েই কলকাতার বুকে খেলতে নামবে ভারত সহ অন্যান্য একাধিক দেশ। তার উপরে সেই সময় পুজোর আমেজে মেতে উঠবে বঙ্গবাসী। যারফলে, বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না কোনো ভাবেই। সেকথা অনেক আগেই জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তাই এমন পরিস্থিতিতে যুবভারতী ম্যাচ আয়োজিত হলে সমস্যা যে দ্বিগুণ হবে তা বলার কোনো অপেক্ষা রাখে না। তাই সেই কারনেই এবার সরানো হল ইস্টবেঙ্গল ও গোয়া ম্যাচ।

যতদূর জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত দিনক্ষণ মেনেই আগামী ২১ অক্টোবর বিকেল ৫টা বেজে ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই হেভিওয়েট। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিবর্তে কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে এই দুই ফুটবল দল।