Ranji Trophy: সেঞ্চুরি করার দিকে এগোচ্ছেন শ্রেয়স আইয়ার

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল খেলা চলছে। মুখোমুখি মুম্বাই ও বিদর্ভ। মুম্বাইয়ের ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে ফিরেছেন। মঙ্গলবার মুম্বই বনাম বিদর্ভ রঞ্জি…

Shreyas Iyer

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল খেলা চলছে। মুখোমুখি মুম্বাই ও বিদর্ভ। মুম্বাইয়ের ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে ফিরেছেন।

মঙ্গলবার মুম্বই বনাম বিদর্ভ রঞ্জি ট্রফির ফাইনালের তৃতীয় দিন। ম্যাচের নিজেদের অবস্থান আরও মজবুত করেছে মুম্বাই দল। তৃতীয় দিনে দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে ৭৩ রানে আউট হওয়ার পর প্রথম ধাক্কা খায় মুম্বাই। দ্বিতীয় দিনেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। এর পরে আশা করা হয়েছিল যে রাহানে সেঞ্চুরি করবেন। তবে তার আগেই হর্ষ দুবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে যাওয়ার পথ ধরেন। ১৪৩ বলে ৭৩ রানের চমৎকার ইনিংস খেলেন রাহানে। ৫টি চার ও ১টি ছক্কা রয়েছে তাঁর ইনিংসে।

রাহানে আউট হওয়ার পর সবার নজর ছিল শ্রেয়স আইয়ারের দিকে। তিনি কেমন পারফর্ম করেন সে ব্যাপারে উৎসাহী ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এর আগে ব্যাট করতে নেমে আইয়ার হতাশ করেছিলেন। বড় রান না করেই হারিয়েছিলেন নিজের উইকেট।

ফাইনালের প্রথম ইনিংসে খুব তাড়াতাড়ি আউট হয়েছিলেন শ্রেয়স আইয়ার। ১৫ বলে মাত্র ৭ রান করেন তিনি। এরপর অপেক্ষা ছিল তাঁর দ্বিতীয় ইনিংসের। চলতি রঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এ সময় তাঁর ব্যাট থেকে আসে ৮টি চার ও ২টি ওভার বাউন্ডারি। শর্টবলেও আইয়ার রান করতে পেরেছেন। এই খবর লেখার সময় থেকেই শ্রেয়স আইয়ার ৬৮ রান করে ক্রিজে রয়েছেন।

প্রথম ইনিংসের ভিত্তিতে বিদর্ভের বিরুদ্ধে ইতিমধ্যে ৩৮১ রানের লিড নিয়ে নিয়েছে মুম্বাই। অর্থাৎ, নিয়ম অনুযায়ী ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়ন হবে মুম্বাই। ম্যাচে ফিরে আসতে হলে এখান থেকে বিদর্ভকে ক্যারিশম্যাটিক পারফরম্যান্স করতে হবে।