অস্ট্রেলিয়ায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বিরাট কোহলি চলে যাওয়ার পর সিরিজের মোড় ঘুরিয়েছিলেন ক্যাপ্টেন হিসেবে। কিন্তু তিনি পুরোপুরি খুশি হতে পারছেন না। কারণ, ‘সিদ্ধান্ত নিলাম আমি, কৃতিত্ব নিল অন্য কেউ’।
এক অনলাইন সাক্ষাৎকারে অকপট অজিঙ্কা রাহানে। সঞ্চালকের প্রশ্নের উত্তরে লুকিয়ে রাখেননি লুকিয়ে রাখা খেদ। বলেছেন, ‘ আমি কী করেছি সেটা আমি জানি। কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। কৃতিত্ব নেওয়ার স্বভাব আমার নয়। হ্যাঁ, কিছু সিদ্ধান্ত অধিনায়ক হিসেবে মাঠে নিয়েছিলাম, কিছু ড্রেসিং রুমে। কিন্তু দিন শেষে কৃতিত্ব নিয়ে গেছে অন্য কেউ।’
‘আমরা টেস্ট সিরিজটা জিততে পেরেছি এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল সেদিন। কেরিয়ারের স্পেশাল এক মুহূর্ত।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে হারার পর অজিদের দেশ ছেড়েছিলেন বিরাট কোহলি। দলকে টেনে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল অজিঙ্কা রাহানে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। পিছিয়ে গিয়েও ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে রাহানের প্রশংসা করেছিলেন ক্রিকেট প্রেমীরা। তিনি নিজেও খুশি। তবুও কৃতিত্ব কাঁটা কোথায় যে বিঁধে রয়েছে সেটা জানালেন নিজের মুখেই।