বিশ্বকাপের ম্যাচের দু-দিন আগে ইডেনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল

আগামী শনিবার লক্ষ্মীপুজোর দিন ইডেনে বিশ্বকাপ অনুষ্টিত হবে। শনিবার ইডেনে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। কিন্তু শনিবারের আগেই বৃহস্পতিবার শিরোনামে ইডেন। বিশ্বকাপের ম্যাচের দু-দিন আগেই…

আগামী শনিবার লক্ষ্মীপুজোর দিন ইডেনে বিশ্বকাপ অনুষ্টিত হবে। শনিবার ইডেনে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। কিন্তু শনিবারের আগেই বৃহস্পতিবার শিরোনামে ইডেন। বিশ্বকাপের ম্যাচের দু-দিন আগেই বৃহস্পতিবার দুপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইডেনের একটি দেওয়াল। এই ঘটনার জেরে প্রশ্ন উঠছে যে এই দুদিনের মধ্যে কি ইডেন তৈরি হতে পারবে?

জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর নাগাদ ইডেনের তিন নম্বর গেট সংলগ্ন দেওয়াল ভেঙে পড়ে ক্রেনের ধাক্কায়। ওই ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইডেনের দেওয়ালে যার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। ঘটনার পর চাপে সিএবির কর্তারা। উল্ল্যেখ্য, ওই গেট দিয়ে দর্শকরা ঢুকবেন বিশ্বকাপের ম্যাচ দেখতে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, জরুরীকালীন পরিস্থিতিতে ওই দেওয়াল সারানোর কাজ শুরু হয়েছে। তবে সারানো হলেও যে সমস্যা মিটবে তা জোর দিয়ে বলা যাচ্ছে না।

তবে ক্রিকেটের নন্দনকানন বিশ্বকাপের জন্য তৈরি। পর পর পাঁচটা ম্যাচ দেখা যাবে ইডেনে। বাংলাদেশ ও পাকিস্তান দুটো করে ম্যাচ খেলবে। ৫ নভেম্বর ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচও হবে ইডেনে।