Sports desk: টেনিস সুপারস্টার রাফায়েল নাদালের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। সোশাল মিডিয়ায় টুইট করে ভক্তদের এই তথ্য জানিয়েছেন নাদাল। প্রসঙ্গত, আবুধাবিতে টুর্নামেন্ট খেলার পরে, নাদাল তার বাড়িতে করোনা পরীক্ষা করান, এরপরেই তার পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে।
নাদালের টুইটারে ভক্তদের উদ্দ্যেশ্যে পোস্ট, “নমস্তে। আমি ঘোষণা করতে চেয়েছিলাম যে আবুধাবি টুর্নামেন্ট খেলে দেশে ফিরে, আমি পিসিআর পরীক্ষা করেছি যেখানে আমার রিপোর্ট পজিটিভ এসেছে”।
নাদালের চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে যাওয়ার কথা ছিল।এখন রাফা’র করোনায় আক্রান্ত হওয়ার জেরে অস্ট্রেলিয়ান ওপেন খেলা কঠিন হয়ে পড়ছে। আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলা হবে। করোনা পজিটিভ আসার পর রাফায়েল নাদালকে নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার সংস্পর্শে আসা সবাইকে করোনা পরীক্ষা করাতে বলা হয়েছে।
আবুধাবিতে খেলা প্রদর্শনী ম্যাচে অ্যান্ডি মারের কাছে হারের মুখে পড়তে হয় নাদালকে। নাদালকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন মারে।