Transfer Buzz: এবার কি হায়দরাবাদের পথে ভিপি সুহের? তুঙ্গে জল্পনা

Transfer Buzz: নতুন ফুটবল মরশুমের শুরুটাই যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে ধরে রাখা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal ) পক্ষে। জামশেদপুর এফসি বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই…

VP Suhair

Transfer Buzz: নতুন ফুটবল মরশুমের শুরুটাই যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে ধরে রাখা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal ) পক্ষে। জামশেদপুর এফসি বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই আইএসএল অভিযান শুরু করেছিল দল। পরবর্তীতে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিপক্ষে আসে জয়। কিন্তু তা ধরে রাখা সম্ভব হয়নি কলকাতা ময়দানের এই প্রধানের পক্ষে। এক নাগাড়ে হারের হ্যাটট্রিক করতে হয়েছে মশার ব্রিগেডকে। যা নিয়ে হতাশ ছিল দলের সমর্থকরা।

পরবর্তীতে আরো একবার জয় আসলেও টুর্নামেন্টে একাধিক শক্তিশালী দলের মুখোমুখি হতেই ফের চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। তবে এক্ষেত্রে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই বদলে দেয় তাদের ভাগ্য। তবে এবারের এই নতুন বছরে নিজেদের পুরনো ছন্দ ফেরাতে মরিয়া কুয়াদ্রাতের ছেলেরা।

সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। বলাবাহুল্য, নতুন বছরের শুরু হতেই খুলে গিয়েছে এই দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো। এটিকে কাজে লাগিয়ে নিজেদের সমস্ত ভুল ভ্রান্তি শুধরে নিতে চাইবে সমস্ত ক্লাবগুলি। সেইমতো বিদেশি ফুটবলারদের পাশাপাশি প্রতিপক্ষের ঘর ভেঙেও নিজেদের ঘর গোছাতে মরিয়া অনেকে। এক্ষেত্রে সবার আগে উঠে এসেছে ইমাম ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের নাম।

যতদূর জানা গিয়েছে, আইএসএল জয়ী ক্লাব হায়দরাবাদ এফসি থেকে ফুটবলার এনে নিজেদের প্রথম একাদশ তৈরি করার পরিকল্পনা নিচ্ছেন কার্লোস কুয়াদ্রাত। এক্ষেত্রে তার নজর গিয়ে পড়েছেন দুই তারকা ফুটবলার তথা নিখিল পূজারী ও হিতেশ শর্মার দিকে। উল্লেখ্য এবারের এই আইএসএলে শুরু থেকেই যথেষ্ট দাপুটে পারফরম্যান্স থেকেছে হিতেশের। অন্যদিকে, যথেষ্ট নজর কেড়েছেন প্রাক্তন তারকা নিখিল পূজারী।

তবে বর্তমানে হিতেশকে নিয়ে নতুন কোন তথ্য সামনে না আসলেও নিখিল পূজারীকে দলে টানতে অলাউট যেতে চাইছে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে যতদূর শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল দলের ফরোয়ার্ড ভিপি সুহেরের সঙ্গে সোয়াপ ডিল করতে চাইছে হায়দরাবাদ এফসি। কথাবার্তা নাকি অনেক দূর এগিয়ে গিয়েছে দুই পক্ষের। তবে এখনো পর্যন্ত কোন কিছু চূড়ান্ত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে গোটা ছবিটি।