Latest Transfer News | ISL-এ কোস্টারিকার জাতীয় দলে খেলা ফরোয়ার্ড

Latest Transfer News | আসন্ন ইন্ডিয়ান সুপার লীগে (ISL) খেলতে দেখা যাবে আরও একজন হাইপ্রোফাইল ফরোয়ার্ডকে। এবার দল বদলের বাজারে চমক দিয়েছে হায়দরাবাদ এফসি।

Jonathan Moya

Latest Transfer News | আসন্ন ইন্ডিয়ান সুপার লীগে (ISL) খেলতে দেখা যাবে আরও একজন হাইপ্রোফাইল ফরোয়ার্ডকে। এবার দল বদলের বাজারে চমক দিয়েছে হায়দরাবাদ এফসি। গোলের মধ্যে থাকা ফরোয়ার্ডকে আগামী দিনের জন্য নিশ্চিত করেছে ভারতের এই ক্লাব।

নতুন মরসুমে হলুদ কালো জার্সিতে খেলতে দেখা যাবে Jonathan Moya কে। বুধবার হায়দরাবাদ এফসির পক্ষ থেকে জানানো হয়েছে এই সইয়ের খবর। জোনাথনকে পাওয়ার হাউস বলে অভিহিত করেছেন হায়দরাবাদ। ক্লাব ফুটবলের সম্প্রতিতম ম্যাচেও গোল পেয়েছেন মোয়া, গোল করানোর পিছনে রেখেছিলেন ভূমিকা। বয়স তিরিশের বেশি বলেও এখন মরচে ধরেনি তার ফুটবল দক্ষতায়। ইন ফর্ম ফুটবলারকে দলে নিয়েছে হায়দরাবাদের ফুটবল ক্লাব।

   

দীর্ঘদেহী এই ফরোয়ার্ড নিজের পেশাদার ফুটবল কেরিয়ারে একাধিক ক্লাবে খেলেছেন। এবং প্রতি ক্লাবের জার্সিতে প্রচুর গোল করেছেন। মোয়া নিজে যেমন গোল করতে পারেন তেমনই অন্যকে দিয়ে গোল করাতেও দক্ষ। এশিয়ান ফুটবলেও খেলেছেন সাফল্যের সঙ্গে।

আমেরিকার ফুটবল ঘরানার পাশাপাশি এশিয়ান ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল কোস্টারিকার জাতীয় দলে খেলা এই ফরোয়ার্ড। হায়দরাবাদ এফসিতে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন কোরিয়ায়। সেখানে কে লীগ ২ এর ক্লাব আনইয়াংয়ের হয়েও নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। পরিসংখ্যান অনুযায়ী ৩৬ ম্যাচে ১৪ বার লক্ষ্যভেদ করেছেন জোনাথন মোয়া। ২০১৮-২০২১ মরসুমে একটি ক্লাবের হয়ে কেরিয়ারের সবথেকে বেশি ম্যাচ খেলেছিলেন তিনি। কোস্টারিকার ক্লাব Liga Deportiva Alajuelense এর হয়ে খেলছিলেন প্রায় একশোটি ম্যাচ। করেছিলেন প্রায় চল্লিশটি গোল। ২০২০ সালে এই ক্লাবের হয়ে জিতেছিলেন CONCACAF League।