HomeSports Newsকোপার সেমিফাইনালে জমজমাটি লড়াই, ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

কোপার সেমিফাইনালে জমজমাটি লড়াই, ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

- Advertisement -

দক্ষিণ আমেরিকার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায় (Copa América Femenina) জমে উঠেছে সেমিফাইনাল পর্ব। গ্রুপ পর্ব শেষে নিশ্চিত হয়েছে শেষ চার দলের লড়াই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। তাদের প্রতিপক্ষ যথাক্রমে কলম্বিয়া ও উরুগুয়ে।

চার ম্যাচের সবগুলোতে জয় তুলে নিয়ে ‘এ’ গ্রুপ থেকে গ্রুপসেরা হয়েছে আর্জেন্টাইন মেয়েরা। শক্তিশালী পারফরম্যান্সে তারা মোট ১২ পয়েন্ট অর্জন করেছে, যা নিশ্চিত করেছে তাদের আত্মবিশ্বাসী অবস্থান। অন্যদিকে, একই গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে উরুগুয়ে।

   

‘বি’ গ্রুপে দুর্দান্ত সূচনা করেছিল ব্রাজিল। টানা তিন জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল সেলেসাও মেয়েরা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক কলম্বিয়া। যদিও ম্যাচের শুরুটা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, মাত্র ২৪ মিনিটেই ব্রাজিলীয় গোলরক্ষক লোরেনা ডি সিলভা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপের মুখে পড়ে ব্রাজিল। একজন কম নিয়ে পুরো ম্যাচ খেলতে হয় তাদের।

কলম্বিয়া সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু গোল করতে পারেনি। ভ্যালেরিন লোবোয়া ও মায়রা র‌্যামিরেজ একাধিক সুযোগ সৃষ্টি করলেও ব্রাজিলীয় রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি।

ব্রাজিল তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়। কলম্বিয়া দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ।

ম্যাচ শেষে ব্রাজিলীয় তারকা গাবি পোর্তিলহো জানান, ‘‘আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। একজন কম নিয়ে খেলেও হার না মানায় আমরা গর্বিত। এখন সামনের ম্যাচ নিয়ে ভাবার সময়।’’ অপরদিকে কলম্বিয়ার ফরোয়ার্ড লোবোয়া বলেন, ‘‘আমরা চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। আরও পরিশ্রম করতে হবে।’’

মঙ্গলবার ভোর ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই ম্যাচটি দক্ষিণ আমেরিকার দুই ঐতিহ্যবাহী দলের দ্বৈরথ হয়ে উঠতে যাচ্ছে। গ্রুপপর্বে দুর্দান্ত খেললেও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে কলম্বিয়ার দ্রুতগতির কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় পরীক্ষায় পরিণত হতে পারে।

অন্যদিকে বুধবার ভোর ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ে। ব্রাজিলের সামনে প্রতিপক্ষ উরুগুয়ে তুলনামূলক সহজ মনে হলেও, শেষ ম্যাচে ১০ জন নিয়েও গোলহীন ড্র করা ব্রাজিলের আক্রমণভাগের ধার নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে ইতিহাস আর পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলছে।

সম্ভাব্য ফাইনালের পূর্বাভাস :
এই দুই সেমিফাইনালের সম্ভাব্য চিত্রপটে আবারও ফুটবলপ্রেমীরা হয়তো এক আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনালের প্রত্যাশায়। যদিও কলম্বিয়া ও উরুগুয়ে সেই ফাইনালের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে প্রস্তুত।

নারী ফুটবলে এখনো ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ পুরুষ ফুটবলের মতো বৈশ্বিক উত্তেজনা না জাগালেও, সাম্প্রতিক ফর্ম ও উন্নতির ফলে এই প্রতিযোগিতা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই তাদের রক্ষণ এবং আক্রমণে ভারসাম্য বজায় রেখে খেলে যাচ্ছে, যা ফাইনালের মঞ্চে উত্তেজনা ছড়াবে বলেই ধারণা করা হচ্ছে।

শেষ পর্যন্ত কারা উঠবে ২০২৫ কোপা আমেরিকার ফাইনালে, তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহের সূর্যোদয়ের আগ পর্যন্ত। তবে একটিই কথা বলা যায় নিশ্চিতভাবে—দক্ষিণ আমেরিকার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে এবার জমে উঠেছে লড়াই।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular