Copa America: আর্জেন্টিনার দুই গোলের পিছনেই অবদান মেসির

বৃহস্পতিবার কানাডাকে ২-০ (Argentina vs Canada) গোলে হারিয়ে কোপা আমেরিকা (Copa America) শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ৪৯ মিনিটে জুলিয়ান আলভারেজ ও ৮৮…

copa america Argentina vs Canada

বৃহস্পতিবার কানাডাকে ২-০ (Argentina vs Canada) গোলে হারিয়ে কোপা আমেরিকা (Copa America) শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ৪৯ মিনিটে জুলিয়ান আলভারেজ ও ৮৮ মিনিটে লাউতারো মার্তিনেজের গোল। দুটি গোলের পিছনেই অবদান রেখেছেন লিওনেল মেসি। মেসি নিজে গোল না করলেও আর্জেন্টিনার খেলা পরিচালনা করছেন নিজের মতো করেই।

‘যারা অফিসে বসে আছেন…’, মুখ খুললেন Igor Stimac

২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ জয়ের পর টানা তৃতীয় মেজর শিরোপার খোঁজে রয়েছে আর্জেন্টিনা। কানাডার বিরুদ্ধে এই ম্যাচে নিজের ১৮ তম অ্যাসিস্ট দিয়ে রেকর্ড পোক্ত করেছেন মেসি। প্রথম গোলের ক্ষেত্রে ৩৭ বছর বয়সে পা দেওয়া মেসির থ্রু বলের অবদান রয়েছে। মেসি বল বাড়িয়ে দিয়েছিলেন ম্যাক এলিস্টারের দিকে। কানাডার আগুয়ান গোলকিপার ঝাঁপিয়ে পড়েছিলেন বল লখ্য করে। ম্যাক দ্রুততার সঙ্গে বল পাঠিয়ে দেন ডান প্রান্ত থেকে এগিয়ে আসা জুলিয়ান আলভারেজের দিকে। আলভারেজ কার্যত ফাঁকা জালে বল জড়িয়ে ৩২ আন্তর্জাতিক ম্যাচে অষ্টম গোল করেন। এরপর কোপা আমেরিকায় নিজের অ্যাসিস্টের রেকর্ড বাড়িয়ে মাঝমাঠের মাঝখান দিয়ে দৌড়ে এসে লাউতারো মার্টিনেজকে পাস দেন মেসি। তিনি তাঁর কেরিয়ারের ২৫তম আন্তর্জাতিক গোল করতে কোনো ভুল করেননি।

 

Advertisements

৬৫ মিনিটে মেসির সেরা গোলের সুযোগ ছিল। মেসির রিবাউন্ডের প্রচেষ্টা রুখে দিয়েছিলেন ডেরেক কর্নেলিয়াস। ৭৯ মিনিটে ক্রেপিউয়ের সঙ্গে ওয়ান-অন-ওয়ান করার পর চিপ করেছিলেন লিও।

Mohun Bagan-জল্পনায় দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার! জেনে নিন তাঁর পরিচয়

মঙ্গলবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৯ জুন ফ্লোরিডার মিয়ামি গার্ডেনে পেরুর বিপক্ষে প্রথম রাউন্ড খেলবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে মঙ্গলবার পেরুর মুখোমুখি হবে কানাডা এবং ২৯ জুন ফ্লোরিডার অরল্যান্ডোতে চিলির বিপক্ষে গ্রুপ পর্ব শেষ করবে। যুক্তরাষ্ট্রের ১৪টি স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।