ISL Match: সুনীলের বিতর্কিত পেনাল্টি থেকে ভুলে ভরা রেফারিং, উঠছে একাধিক প্রশ্ন

এবারের আইএসএলে (ISL) গত দুই ম্যাচে পরাজিত হয়ে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বেঙ্গালুরু এফসির। যারফলে, আজ ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। ঠিক সেটাই হল এবার।…

Bengaluru FC

এবারের আইএসএলে (ISL) গত দুই ম্যাচে পরাজিত হয়ে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বেঙ্গালুরু এফসির। যারফলে, আজ ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। ঠিক সেটাই হল এবার। নির্ধারিত সময়ের শেষে নিজেদের ঘরের মাঠে রেফারির দাক্ষিন্যে জয় তুলে নিল বেঙ্গালুরু দল।

উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই দারুন ছন্দে ছিল লাল-হলুদ ব্রিগেড। ঘন ঘন আক্রমনে বারংবার প্রতিপক্ষের গোল বক্সে উঠে আসছিল মহেশরা। যার ফল ও মিলেছিল হাতনাতে। ম্যাচের ১৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে গোল করে যান লাল-হলুদ তারকা নাওরেম মহেশ সিং। যালফলে, ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

কিন্তু ম্যাচের ঠিক ২১ মিনিটের মাথায় বিতর্কিত সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। বলতে গেলে রেফারির দৃষ্টি আকর্ষণ করে পেনাল্টি সংগ্রহ করে বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী। সেখান থেকে ম্যাচে সমতা ফেরায় বেঙ্গালুরু। তারপর থেকে বারংবার আক্রমণ চালাতে থাকে ইস্টবেঙ্গল। গোলের সুযোগ ও একাধিকবার আসে তাদের কাছে। কিন্তু কাজের কাজ আদতে হয়নি কিছুই। যারফলে, প্রথমার্ধের শেষে অমীমাংসিত থাকে ফলাফল। মাঝে একবার ক্লেটন সিলভার ফ্রি কিক থেকে নন্দকুমার শেখর বল গোলে রাখলেও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় গোল।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমণ শানাতে থাকে লাল-হলুদ শিবির। মাঝে একবার বেঙ্গালুরুর গোল বক্সে তাদের এক খেলোয়াড়ের হাতে বল লাগলেও সেদিকে গুরুত্ব না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি। যা দেখে হতাশ হন দলের ফুটবলাররা। এছাড়াও একাধিকবার রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় লাল-হলুদ ফুটবলারদের। এই পরিস্থিতিতে হঠাৎ ৭২ মিনিটের মাথায় গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন জাভি। নির্ধারিত সময়ের শেষে সেই ব্যবধানেই জয় পায় বেঙ্গালুরু। তবে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষজ্ঞ মহলে।