Virat Kohli wants to rest: লাগাতার খারাপ ফর্ম, তবুও বিশ্রাম চান বিরাট কোহলি!

Virat Kohli

শেষ কবে ব্যাট হাতে টি ২০ খেলায় বড় রান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)? এই উত্তর পেতে রীতিমতো বেগ পেতে হচ্ছে অতি বড় বিরাট ভক্তকেও।বার্মিংহ্যাম টেস্টেও একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি তাকে। এই পরিস্থিতিতে তিনি ফের বিশ্রাম চান। আর এই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

ইংল্যান্ড সফর শেষে আছে ক্যারিবিয়ান সফর যাবে ভারতীয় দল। সেখানে ইতিমধ্যেই ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। সেখানে টি ২০ সফরেও বিশ্রাম চান তিনি ।

   

গতবছর টি ২০ বিশ্বকাপের পর থেকে একেবারেই ছন্দে নেই প্রাক্তন ভারত অধিনায়ক। আই পি এলে একাধিবার গোল্ডেন ডাক হয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দ্বিতীয় ও তৃতীয় টি ২০ ম্যাচে খেলার কথা বিরাট কোহলির। এই দুটি ম্যাচে যদি রান না পায় সেখানে আগামী দিনে দলে থাকা নিয়েই প্রশ্ন উঠবে।

এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা মুখে পড়েছেন তিনি। জাহির খানের মতে উইনিং কম্পিনেশন ভাঙার কোনও মানেই হয় না। প্রাক্তন ইংলিশ তারকা গ্রেম সোয়ানের মতে আবার, ভারতীয় বি দলই এখন সেরা ফর্মে। তাই বোর্ডের উচিত তাদেরই বিশ্বকাপে পাঠানো। এখন দেখার কবে ছন্দে ফেরেন বিরাট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন