Kolkata Derby: ফ্রেব্রুয়ারির কলকাতা ডার্বির রং হতে পারে লাল-হলুদ

Kolkata-Derby_telecast

ঐতিহ্যবাহী ডার্বিতে (Kolkata Derby) শেষ কয়েকটি ম‍্যাচে শেষ হাসি হেসেছে সবুজ-মেরুন ব্রিগেড (ATK Mohun Bagan)।  দল একটানা ডার্বি ম‍্যাচ হারায় ডার্বি ম‍্যাচ নিয়ে আগ্রহ হারিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। এই মরশুমের শেষ ডার্বি হতে চলেছে ২৫ শে ফেব্রুয়ারি। সেই ম‍্যাচে এটিকে মোহনবাগানের থেকে অনেক দিক থেকে এগিয়ে আছে ইস্টবেঙ্গল। এই মরশুমে এটিকে মোহনবাগানের অন‍্যতম মাইনাস পয়েন্ট একজন গোলস্কোরার দলে না থাকা।

আরও পড়ুন: Kolkata black money: বালিগঞ্জের কালোটাকা মামলায় শুভেন্দুদের টার্গেট জিট্টি ভাইকে তলব করল ইডি

   

অন‍্যদিকে ইস্টবেঙ্গলের হয়ে প্রায় প্রতি ম‍্যাচে গোল করে চলেছেন ক্লিটন সিলভা।বলা যায় একার কাঁধে দল টেনে নিয়ে যাচ্ছেন তিনি। এই বয়সে চলতি ইন্ডিয়ান সুপার লিগে ১২ টা গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ক্লিটন সিলভা। চলতি আইএসএলে ২১ টা গোল করেছে এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল গোল করেছে ২০ টা,এবং এই ২০ টা গোলের মধ্যে ক্লিটন সিলভা একাই ১২টা গোল করেছেন।

আরও পড়ুন: CBI Report: চাকরি বাতিলের প্রথম দশ ফাঁকা ওএমআর শিটেই মেধাতালিকায়

এর ফলে গোল স্কোর করার ব‍্যাপারে অনেকাংশে এগিয়ে আছে ইস্টবেঙ্গল, সেই কথা বলাই যায়। আইএসএলের শেষ কয়েকটি ম‍্যাচে ইস্টবেঙ্গল দল বেশ ভালো উন্নতি করেছে, তাই ডার্বির দিন যদি প্রথমেই গোল করে ফেলতে পারে লাল হলুদ ব্রিগেড, তাহলে প্রচুর চাপ হয়ে যাবে এটিকে মোহনবাগানের। কারণে এই মরশুমে দেখা গেছে যেকোনো ম‍্যাচে প্রথমে গোল হজম করলে সেই গোল শোধ দিতে নাজেহাল অবস্থা হচ্ছে এটিকে মোহনবাগানের। এর অন‍্যতম কারণ দলে গোল করার লোক না থাকা। তাই ইস্টবেঙ্গল যে এবারের ডার্বিতে অনেকটা এগিয়ে আছে সেই কথা বলাই যায়। এবার বড় ম‍্যাচের রং লাল হলুদ হয় কিনা এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন