East Bengal sixth foreigner: ষষ্ঠ বিদেশি’র নাম জানালেন লাল-হলুদ কোচ কনস্ট‍্যানটাইন

দেরিতে দল গঠনের কাজ শুরু করলেও ক্লাবের ষষ্ঠ বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্ট্রাল মিডফিল্ডার জর্ডান ও’ ডোহার্টি’কে…

Coach Stephen Constantine announced the name of East Bengal sixth foreigner

দেরিতে দল গঠনের কাজ শুরু করলেও ক্লাবের ষষ্ঠ বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্ট্রাল মিডফিল্ডার জর্ডান ও’ ডোহার্টি’কে (Jordan O’Doherty) এশিয়ান কোটার ফুটবলার হিসেবে দলে নিয়েছে লাল হলুদ।

অ্যাডিলেডের অনূর্ধ – ২১ দলের হয়ে খেলা শুরু করেছিলেন এই ফুটবলার। ২০১৬-১৭ মরশুমে অ্যাডিলেডের মূল দলের হয়েও খেলেছিলেন এই ফুটবলার। ২০১৮-১৯ মরশুমে ওয়েস্টার্ন সিডনি ছাড়াও নিউক‍্যাসল’এর হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।

Jordan O'Doherty

বর্তমান এটিকে মোহনবাগানের ফুটবলার ব্রেন্ডন হ‍্যামিল এবং দিমিত্রি পেত্রেতোসের সাথেও কেরিয়ারের বিভিন্ন সময় খেলেছিলেন এই ফুটবলার। সরকারি ভাবে ইস্টবেঙ্গলের ত‍রফে ইমামি ইস্টবেঙ্গলের তরফে এই ফুটবলারের নাম ঘোষণা করা না হলেও,সোমবার খেলা শেষে ইস্টবেঙ্গলের কোচ কার্যত জানিয়ে দিয়েছেন জর্ডান যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে।ভিসা পেলেই কলকাতায় হাজির হবেন ইস্টবেঙ্গলের এই অস্ট্রেলিয়ার মিডফিল্ডার।

এমনিতেই ফিফার নিষেধাজ্ঞা’র পর ক্লাবে আদৌও ষষ্ঠ বিদেশি ফুটবলার’কে সই করাতে পারবে কিনা,সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরী হলেও, আপাতত কোচের কথায় লাল হলুদ সমর্থকেরা আশ্বস্ত হবেন নিশ্চিত।