আগামী ৭ নভেম্বর এএফসি কাপের ম্যাচে বসুন্ধরা কিংস দলের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants)। গত ম্যাচে ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে। তবে এবার পরবর্তী লেগের ম্যাচ খেলতে বাংলাদেশ উড়ে যাচ্ছে গোটা দল।
তাই আজ কলকাতার বুকে নিজেদের শেষ অনুশীলন সেরে নিয়ে হোটেলে চলে যায় গোটা দল। সেইখান থেকে বিমানবন্দর। অর্থাৎ দীর্ঘ জার্নি করেই বাংলাদেশ যাচ্ছে বাগান ব্রিগেড। আগামীকাল কিছুটা বিশ্রাম নিয়ে তারপর ম্যাচ খেলতে মাঠে নামবে গোটা দল। তার আগে আজ শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের সমস্ত অস্ত্র গুলো ঝালিয়ে নিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। দেখে নিলেন দলের প্রত্যেক ফুটবলারদের। বিশেষ করে ট্যাকটিকাল অনুশীলনের দিকেই বাড়তি নজর দিতে দেখা যায় দলের স্প্যানিশ কোচকে।
মূলত মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে কিভাবে প্রতিপক্ষের রক্ষনভাগে বল নিয়ে যাবেন বাগান ফুটবলাররা সেদিকেই জোর দিলেন গতবারের আইএসএল জয়ী কোচ। গোটা দলকে মূলত দুইটি ভাগে ভাগ করে পুরো মাঠ জুড়ে অনুশীলন করতে দেখা যায় সবুজ-মেরুন ফুটবলারদের। জেসন কামিন্স থেকে শুরু করে মনবীর সিং হোক কিংবা হুগো বুমোস বল নিয়ে উঠে আসলেন একে একে সকলেই। সেইসাথে স্পষ্ট কিক নেওয়ার অনুশীলন ও করতে দেখা যায় বাগান দলের ফুটবলারদের। পাশাপাশি পেনাল্টি নেওয়ার পাশাপাশি ফ্রি কিক নিতে ও দেখা যায় শুভাশিস-লিস্টনদের। অ্যাওয়ে ম্যাচে যে তিন পয়েন্ট সংগ্রহ করতে তৎপর বাগান কোচ তা পরিষ্কার।
তবে আজ মাঠে নামতে দেখা যায়নি অজি তারকা দিমিত্রি পেট্রতোসকে। মূলত বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখলেন এই ফুটবলার। পাশাপাশি দলের সাথে বেশিক্ষন দেখা যায়নি আরেক অজি তারকা ব্রান্ডন হ্যামিলকে। ফিজিওর তত্ত্বাবধানে কিছুক্ষন অনুশীলন করেই মাঠের এককোনে নিজের মতো অনুশীলন করতে দেখা যায় এই ফুটবলারকে। আসন্ন এই ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকাই লক্ষ্য বাগানের।