জেরি ও কিরিয়াকু চোট নিয়ে আপডেট দিলেন কোচ কনস্টাটাইন

ওডিশা এফসি-র বিরুদ্ধে দুগোলে এগিয়ে থেকেও হার মানতে হয়েছিল ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal)।  রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ।এই ম্যাচে জেরি এবং কিরিয়াকুর খেলার সম্ভাবনা নিয়ে…

stephen constantine

ওডিশা এফসি-র বিরুদ্ধে দুগোলে এগিয়ে থেকেও হার মানতে হয়েছিল ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal)।  রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ।এই ম্যাচে জেরি এবং কিরিয়াকুর খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জেরি এবং কিরিয়াকু আদৌ ম্যাচ ফিট এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে লাল হলুদ সমর্থকদের মধ্যে।এই ইস্যুতে কনস্টাটাইন জানান,”জেরি মনে হয় ঠিক হয়ে যাবে। কিরিয়াকুর জন্য মনে হচ্ছে অপেক্ষা করতে হবে। ওর চোটটা গুরুতর। চোখের ওপর সেলাই হয়েছে। যার ফলে চোখটা ঢেকে রাখার ব্যবস্থা করতে হয়েছে এবং জায়গাটা খুব সংবেদনশীল হয়ে রয়েছে। খেলা শুরুর আগে ওর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।”অর্থাৎ কিরিয়াকুর খেলার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা এখনও কাটল না।

আইএসএলে জামশেদপুর এফসি লিগ টেবলে তাদের চেয়েও নীচে রয়েছে। ঘরের মাঠ JRD টাটা স্পোটর্স কমপ্লেক্সে তারা লাল হলুদ শিবিরের বিরুদ্ধে জিততে চাইছে টেবলে উন্নতির জন্য।আর ইস্টবেঙ্গল চাইবে এই ম্যাচ জিতে টেবলে উন্নতি ঘটাতে।ফলে দুদলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হবে বলাই চলে।