Carles Cuadrat: লাল-হলুদের অনুশীলনে জাদু দেখালেন কুয়াদ্রাত

বুধবার সন্ধ্যায় ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শিলং লাজং এফসি। এই ম্যাচ জিতেই টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য…

Coach Carles Cuadrat Works His Magic in East Bengal's Practice Sessions

বুধবার সন্ধ্যায় ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শিলং লাজং এফসি। এই ম্যাচ জিতেই টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য লাল-হলুদের। সেইমতো মঙ্গলবার বিকেলে গোটা দলকে নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। যেখানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল সকল ফুটবলারদের।

   

দিমিত্রিওস ডায়মান্তাকস থেকে শুরু করে ক্লেটন সিলভা হোক কিংবা নন্দকুমার সেকার। ম্যাচ ফিট রয়েছেন প্রায় সকলেই। যারফলে পূর্ণ শক্তি নিয়েই শিলংয়ের বিপক্ষে খেলতে নামবে মশাল ব্রিগেড। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। তবে শুধু ফুটবলাররাই নয়, দলের অনুশীলনে এক অন্য ছন্দে দেখা গেল স্প্যানিশ কোচকে।

প্রাক্টিস চলাকালীন সহকারী কোচের সঙ্গে লং পাস খেলার পাশাপাশি বল পায়ে দুরন্ত স্কিলে ধরা দিলে কুয়াদ্রাত। যা ব্যাপক নজর কেড়েছে সমর্থকদের। ফুটবলারদের পাশাপাশি তিনি ও যে কোনও অংশে কম নন সেই কথা যেন আরও একবার বুঝিয়ে দিলেন লাল-হলুদের হেডস্যার। গত মরসুমের শুরুতে তাঁর হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

তারপর থেকেই ভোল পাল্টাতে শুরু করে ইস্টবেঙ্গলের। অতীতের হতাশা‌ ভুলে দুরন্ত ছন্দে দেখা যায় ময়দানের এই প্রধানকে‌। গতবার ডুরান্ড কাপ হাতছাড়া হলেও অনবদ্য পারফরম্যান্স করে সুপার কাপ জয় করে ইস্টবেঙ্গল। সেই সুবাদে এবার এএফসির টুর্নামেন্টে অংশ নিচ্ছে ময়দানের এই প্রধান। তাই নতুন মরসুমে ও সাফল্য পাওয়ার ক্ষেত্রে এই কোচের দিকে তাকিয়ে আপামর ইস্টবেঙ্গল জনতা।