Clifford Miranda: গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে-ক্লিফোর্ড মিরান্ডা

Mohun Bagan Super Giant assistant head coach Clifford Miranda

আশিক কুরুনিয়ন, আনোয়ার আলি, মনভীর সিং, দিমি পেত্রাতস চোট পেয়ে আগেই মাঠের বাইরে। এ বার সহাল আব্দুল সামাদ, অনিরুধ থাপা, গ্লেন মার্টিন্সও সেই তালিকায় নাম লেখালেন কি না সে ব্যাপারে সংশয় রয়েছে। কিয়ান নাসিরিও মাঠ ছেড়েছিলেন। এতজন ফুটবলারের চোট, তারপরেও এক পয়েন্ট, ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করেও অখুশি নন ক্লিফোর্ড মিরান্ডা (Clifford Miranda)।

Advertisements

আরও পড়ুন: Kiyan Nassiri: মোহনবাগানের হ্যাট্রিক বয় কিয়ানেরও চোট! 

বুধবার মোহন বাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ শেষ হয় ২-২ গোলে। খেলা শুরু হওয়ার আগে অনুশীলন করার সময় চোট পেয়েছিলেন হুগো বুমোস। সব মিলিয়ে প্রথম একাদশের অধিকাংশ ফুটবলার এখন চোটের তালিকায়। এই অবস্থায় সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের ভরসা রিজার্ভ বেঞ্চ। ক্লিফোর্ড মিরান্ডাও সেই কথাই বললেন।

শেষ বাঁশি বাজার পর ওড়িশা এফসি ফুটবলার রয় কৃষ্ণার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ডো। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, হুয়ানকে দেখানো হয় লাল কার্ড। এরপর সাংবাদিক সম্মেলনে কোচের পরিবর্তে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তার ডেপুটি ক্লিফোর্ড মিরান্ডা।

Advertisements

আরও পড়ুন: Controversy: মোহনবাগান ম্যাচে রেফারির লাল কার্ড নিয়ে তৈরি একাধিক বিতর্ক 

“আমাদের পুরো দল আজ যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছে, তা অসাধারণ। এমনকী বেঞ্চে থাকা খেলোয়াড়রাও যে ভূমিকা পালন করেছে, তাতে গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে আমাদের”, বলেছেন ক্লিফোর্ড। “প্রথমার্ধে একটা ক্রসের জন্যই ওরা পেনাল্টি পায় ও গোল করে, যেটা দুর্ভাগ্যবশত আমাদের শুভাশিসের হাতে লাগে। ওদের দ্বিতীয় গোলটা কী ভাবে হয়েছে, তা সবাই দেখেছে। প্রথমার্ধে আমরা বেশি সুযোগ তৈরি করেছি। আমাদেরই এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফুটবল এ রকমই। কখনও সাফল্য আসে, কখনও আসে না। দ্বিতীয়ার্ধে আমরা দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াই।”