Mohun Bagan: দেখে নিন চোট পাওয়া ৯ সবুজ-মেরুন ফুটবলারদের তালিকা

মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে ক্রমে বেড়ে চলেছে চোট পাওয়া ফুটবলারদের সংখ্যা। বুধবার ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট পেলেও একসঙ্গে একাধিক ফুটবলার চোট পেয়ে…

Mohun Bagan Supergiants

মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে ক্রমে বেড়ে চলেছে চোট পাওয়া ফুটবলারদের সংখ্যা। বুধবার ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট পেলেও একসঙ্গে একাধিক ফুটবলার চোট পেয়ে মাঠ ছেড়েছেন যার ফলে চোটের কারণে মাঠে বাইরে থাকা সবুজ মেরুন ফুটবলারদের সংখ্যা এখন বেড়ে হয়েছে নয়। যার মধ্যে দুজন ফুটবলার চলতি মরসুমে একেবারেই আর মাঠে নামতে পারবেন না বলে মনে করা হচ্ছে।

• আনোয়ার আলি: মোহন বাগান সুপার জায়ান্টের হয়ে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন। রক্ষণে যোগাচ্ছিলেন নির্ভরতা, করেছিলেন গোল। তারপরেই গুরতর চোট।
• আশিক কুরুনিয়ান: আনোয়ারের মতো তিনিও ছিলেন ফর্মে। রাইট উইং বরাবর তার দৌড় দলের খেলায় ফেলেছিল ইতিবাচক প্রভাব। দেশের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন।

• দিমিত্রি পেত্রাতস: মোহন বাগান সুপার জায়ান্টের আক্রমণভাগের অন্যতম অগ্রজ ফুটবলার। অনুশীলন করার সময় চোট পেয়েছেন বলে জানা গিয়েছিল। বিগত কয়েক ম্যাচ খেলতে পারেননি।
• মনভীর সিং: সময়ের সঙ্গে ক্রমে ফিরে পেয়েছিলেন নিজের ফর্ম। ক্লাব ও দেশের জার্সিতে ভালো খেলছিলেন। ভারতের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন। আশা করা হচ্ছে দ্রুত মাঠে ফিরবেন।

• হুগো বোমুস: ধারাবাহিকভাবে ভালো খেলেছেন সবুজ মেরুন জার্সিতে। গতকাল ওড়িশা এফসি ম্যাচ শুরু হওয়ার আগে অনুশীলনে চোট পেয়েছেন।
• অনিরুধ থাপা: ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজের দায়িত্ব পালন করছিলেন। গতকাল ওড়িশা এফসি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন।
• সাহাল আবদুল সামাদ: কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন। ইনিও গতকাল ওড়িশা এফসি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন।

• গ্লান মার্টিনস: গতকাল ওড়িশা এফসি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামার পর চোট পেয়ে মাঠ ছাড়েন।
• কিয়ান নাসিরি: ভারতীয় ফুটবলের অন্যতম সেরা প্রতিভাধর ফুটবলারদের মধ্যে একজন। তিনিও গতকালের ম্যাচ পুরো খেলতে পারেননি। চোট গুরুতর নয় বলে আশা করা হচ্ছে, পেশিতে টান ধরেছিল।