East Bengal: লাল-হলুদ শিবির ছাড়ার পথে ক্লিটন সিলভা

এই মরশুমের আইএসএলের ইস্টবেঙ্গলের সেরা সই নিঃসন্দেহে ক্লিটন সিলভা (Cleiton Silva)। চলতি মরশুমে তাকে নেওয়ার ফল পাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal )

Cleiton Silva

এই মরশুমের আইএসএলের ইস্টবেঙ্গলের সেরা সই নিঃসন্দেহে ক্লিটন সিলভা (Cleiton Silva)। চলতি মরশুমে তাকে নেওয়ার ফল পাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal )। ৩৬ বছর বয়সী এই ফুটবলার ১৮ ম‍্যাচে ১২ টা গোল করে চলতি ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় একেবারে প্রথম সারিতে নিজের নাম লিখিয়েছেন। বেঙ্গালুরু এফসিতে খেলাকালীন ছন্দপতন হয়েছিলো ক্লেটনের, এরপর সেই ক্লাবকে বিদায় জানিয়েছিলেন তিনি। এরপর ইস্টবেঙ্গলে যোগদান করার পর থেকে নিজের সেরা ছন্দে আছে ক্লিটন সেটা কিন্তু বলাই যায়।

এমন সময় ময়দানে জোর গুঞ্জন ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন ক্লিটন সিলভা। ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্টের তরফে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ক্লিটনকে। কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের চুক্তিতে সায় দেয়নি ক্লিটন। চলতি মরশুমে যে অসামান্য ছন্দে আছে ক্লিটন তার উপর ভিত্তি করে অন‍্যান‍্য ক্লাব থেকে চুক্তির প্রস্তাব পাওয়াটাই এখন স্বাভাবিক।

   

ইতিমধ্যে বেশ কিছু ক্লাবের তরফে প্রস্তাব গেছে ইস্টবেঙ্গলের কাছে। এবার দেখার বিষয় ক্লিটন নিজে এই বিষয় কি সিদ্ধান্ত নেয়।তবে ইস্টবেঙ্গল যদি ক্লিটনকে ধরে রাখতে না পারে তাহলে সেটা অত্যন্ত ব‍্যর্থতার একটা ব‍্যাপার হবে লাল হলুদ শিবিরে।