Tripura Election 2023: বাংলাদেশি ভুয়ো ভোটার রুখতে বিএসএফের অভিযান, সীমান্ত সিল

ভোটের সময় (Tripura Election 2023) ভুয়ো ভোটারদের অনুপ্রবেশ রুখতে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দিচ্ছে বিএসএফ (BSF)।

BSF operation to stop Bangladeshi fake voters

ভোটের সময় (Tripura Election 2023) ভুয়ো ভোটারদের অনুপ্রবেশ রুখতে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দিচ্ছে বিএসএফ (BSF)। তিনদিকে বাংলাদেশ ঘেরা ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের কিছু অংশের ঘনিষ্ঠ যোগাযোগ ও একই আঞ্চলিক ভাষা ফলে বাংলাদেশি চিহ্নিত করা কঠিন।

অভিযোগ, বাংলাদেশের দিক থেকে ভুয়ো ভোটার ঢুকে রিগিং করতে তৈরি। এই পরিস্থিতি রুখতে ততপর বিএসএফ। অন্যদিকে অসম ও মিজোরামের সাথে ত্রিপুরার আন্ত:রাজ্য সীমানা। ভোটের সময় এই দুই রাজ্যের মধ্যেও যাতায়াত বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশের পর ততপর কেন্দ্রীয় বাহিনী। চলছে নাকা চেকিং। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারি।

বিএসএফ জানাচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসছে ততই ত্রিপুরায় গাঁজা পাচার, মাদকের চোরাচালান বেড়েছে। প্রায় রোজ লক্ষ লক্ষ টাকার চোরাই গাঁজা ও বাংলাদেশ থেকে আসা ইয়াবা সহ ধরা পড়ছে পাচারকারীরা। সীমান্ত এলাকায় চলছে কড়া টহল। সীমান্তের ওপারে বাংলাদেশ বর্ডার গার্ডের টহল চলছে। তবে জঙ্গল ও দুর্গম পার্বত্যাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া ভারত-বাংলাদেশের সীমান্তের অজস্র চোরাচালান পথ আছে। এই পথগুলি দিয়ে চোরাচালান করতে মরিয়া পাচারকারীরা।

উত্তর পূর্বাঞ্চলের বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরার সাথে বাংলাদেশের মূল যোগাযোগ সড়কপথে আখাউড়া সীমান্ত দিয়ে। নির্বাচনের কারণে সেই বর্ডার চেকপোস্ট সাময়িক বন্ধ থাকবে। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশন সূত্রে খবর, ত্রিপুরায় ভোটের কারণে সাময়িক ভিসা প্রদান বন্ধ রাখা হবে।