Clash of Titans: ইস্পাত কঠিন রক্ষণের বিরুদ্ধে মোহনবাগানের সামনে আজ কঠিন ম্যাচ

আজ সন্ধ্যায় জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex) জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)।…

Mohun Bagan Super Giants vs Jamshedpur FC

আজ সন্ধ্যায় জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex) জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। গত ৭ অক্টোবর আইএসএলের আগের ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ৩-১ গোলে হারিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। এরপর গত মঙ্গলবার এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মেরিনার্স। চলতি আইএসএলে আপাতত অপরাজিত সুপার জায়ান্ট।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জোড়া গোলে জামশেদপুর এফসি গুয়াহাটিতে ২-১ গোলে পরাজয় বরণ করেছিল তাদের শেষ ম্যাচে। আইএসএলে মেরিনার্সের সাথে তাদের শেষ দুটি ম্যাচে গোল করতে পারেনি জামশেদপুর এফসি। জামশেদপুর এফসি প্রতিযোগিতার ইতিহাসে কোনও একক প্রতিপক্ষের বিরুদ্ধে তিন ম্যাচে গোল করেনি এমনটা দেখা যায়নি।

   

মোহন বাগানকে হারাতে হলে হাইল্যান্ডার্সের বিপক্ষে পরাজয়ের গ্লানি থেকে ফিরে আসতে হবে ম্যান অফ স্টিলকে। সব দলের মধ্যে সবচেয়ে কম ম্যাচ (৩) খেলা সত্ত্বেও মেরিনার্স লীগে এখনও পর্যন্ত যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। কম সংখ্যক ম্যাচ খেলে ইতিমধ্যে সাত গোল গিয়েছে বাগান। জামশেদপুর এফসির কোচ স্কট কুপারকে এই ম্যাচেও আরও একটু বেশি সতর্ক থাকতে হবে। শেষ ম্যাচের মতো রক্ষণে অল্প ভুল করলেও মাশুল দিতে হতে পারে দলকে।

দিমি পেত্রাতস, সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা সহ বেশ কয়েকজন হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণে থাকা দলের চালিকা শক্তি হয়ে উঠেছেন। বাগানের ফুটবলাররা কোচের ফুটবল স্টাইলের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিয়েছে। প্রতি টুর্নামেন্টে ছন্দে রয়েছে দল। জামশেদপুর এফসির বিরুদ্ধে এদিন জয় অর্জন করলে আইএসএলের দশম সংস্করণের খেতাব জয়ের দাবি আরও জোরালো হবে সুপার জায়ান্টের।