Durand Cup: প্রবল গরমে বুক শুকিয়ে কাঠ! ঘটি-বাঙাল সমর্থকদের মরণ বাঁচন হাল

ডুরান্ড কাপের ফাইনালে ঘটি-বাঙালের লড়াই। মোহনবাগানি, ইস্টবেঙ্গলিরা যুবভারতীতে সামিল। চলছে গলা চিরে দু দলের সমর্থনে চিতকার। ১৯ বছর পর আরও একবার মুখোমুখি দুপক্ষ। গরমে বুক…

Durand Cup: প্রবল গরমে বুক শুকিয়ে কাঠ! ঘটি-বাঙাল সমর্থকদের মরণ বাঁচন হাল

ডুরান্ড কাপের ফাইনালে ঘটি-বাঙালের লড়াই। মোহনবাগানি, ইস্টবেঙ্গলিরা যুবভারতীতে সামিল। চলছে গলা চিরে দু দলের সমর্থনে চিতকার। ১৯ বছর পর আরও একবার মুখোমুখি দুপক্ষ। গরমে বুক শুকিয়ে কাঠ। তবে সমর্থনে খামতি নেই। গরমের ঠেলায় অস্থির আট থেকে আশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ভ্যাকসানি গরম চলবে। তবে বৃষ্টির সম্ভাবনা আছে। এই ভ্যাপসানি গরমে কলকাতা ও শহরতলি ছাড়াও বিভিন্ন জেলা থেকে দুই দলের সমর্থকরা এসেছেন।

আবহাওয়া রিপোর্ট বলছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে একটি বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। তবে সেটা উত্তরবঙ্গের দিকে। বৃষ্টিপাত ও বজ্রপাত সহ বৃষ্টির দাপট দেখবে দক্ষিণবঙ্গবাসী। ইতিমধ্যেই উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শুরু হয়েছে একের পর এক নিম্নচাপ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতর জানায় যে রবিবার বৃষ্টির দাপট থাকবে অব্যাহত। খেলা শুরু আগে মেঘ করে থাকলেও শহরে ভালোই গরম অনুভব হচ্ছে।

হাওয়া মোরগ আরও জানিয়েছে যে আজ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা মঙ্গলবার নিম্নচাপের আকারে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আজ তা সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসবে। অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, তার অবস্থান বদল হয়ে ঘূর্ণাবর্তটি উত্তর দিকে এগিয়েছে। যার ফলে দক্ষিণে বাড়বে বৃষ্টির পরিমাণ।

Advertisements

বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির দাপটে ভাসতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর। আজ গোটা দিন বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা কলকাতা শহরে। আগামী কয়েকদিনের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে উত্তরের জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টিপাত হতে পারে। তবে অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও জলপাইগুড়িতে।