Christian Eriksen : ফের ক্যাপ্টেন আর্মব্যান্ড উঠতে চলেছে এরিকসনের হাতে

ডেনমার্ক এবং ফিনল্যান্ডের মধ্যে ম্যাচ চলছিল ২০২১ সালের ইউরো কাপ । হঠাৎই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সুস্থ হয়ে তাঁর জীবনে শুরু হয়েছিল নতুন লড়াই। মাঠে ফেরার লড়াই। ক্লাব ফুটবলে ব্রেন্টফোর্ডের হয়ে নেমে গোল করেছেন এরিকসেন। আন্তর্জাতিক ফুটবলে নামার দু মিনিটের মধ্যেই গোল করেছেন তিনি। 

আগামী মঙ্গলবার ডেনমার্কের এই ফুটবলারের হাতে ফের উঠতে চলেছে অধিনায়কের আর্মব্যান্ড। মঙ্গলবার সার্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ডেনমার্ক। সেই ম্যাচেই এরিকসেনের হাতে উঠবে অধিনায়কের আর্মব্যান্ড।

   

চোটের জন্য খেলতে পারছেন না ডেনমার্কের অধিনায়ক সাইমন কায়ের। আপাতত নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন গোলরক্ষক ক্যাসপার শেমিসেল। তিনিই প্রস্তাব দিয়েছেন পার্কেন স্টেডিয়ামের ম্যাচে এরিকসেনকে অধিনায়ক করার। দলের সকলেই সায় দিয়েছেন শেমিসেলের প্রস্তাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন