Mohun Bagan: ফুটবলারদের শুভেচ্ছা জানাতে আজ সবুজ-মেরুন তাঁবুতে মুখ্যমন্ত্রী

74
Mamata Banerjee,Mohun Bagan

গত শনিবার রাতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। যা নিয়ে মাতোয়ারা আপামর সবুজ-মেরুন সমর্থকরা। তারপরেই রবিবার নিজেদের শহরে পা রেখেছে মনবীর-প্রীতমরা। একপ্রস্থ আলোচনা ও চলেছে মিডিয়ার সামনে। কিন্তু এখানেই শেষ নয়। এবার এটিকে মোহনবাগান খেলোয়াড়দের নিজে হাতে সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী। সেইমতো আজ বেলার দিকেই সবুজ-মেরুন তাঁবুতে এসে উপস্থিত হবেন তিনি।

উল্লেখ্য , কলকাতা ময়দানের সঙ্গে যথেষ্ট গভীর সম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সাহায্যেই দুই প্রধানে তৈরি হয়েছে স্পোর্টস লাইব্রেরি। যা বর্তমানে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে সমর্থকদের কাছে। এছাড়াও গত দুবছর লাল-হলুদ শিবিরের ইনভেস্টর সমস্যার সমাধান ও উঠে এসেছে তার হাত ধরে।

এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশেই গত শনিবার গোয়ার স্টেডিয়ামে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস কে। তাই কলকাতার এই প্রধানের এতবড় সাফল্যে খেলোয়াড়দের অভিনন্দন জানাতে আসবেন মুখ্যমন্ত্রী তা আগে থেকেই ধারনা করা গিয়েছিল। সেইমতো আজ বেলা ১২ টা নাগাদ মোহনবাগান তাঁবুতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বলাবাহুল্য, বিগত কয়েক বছর ধরেই রীতিমতো ট্রফির খরা দেখা দিয়েছিল ময়দানে। তাছাড়া এবার সন্তোষ ট্রফিতে ও লজ্জাজনক পারফরম্যান্স দেখা দিয়েছে বাংলা দলের। এসবের মধ্যেই যেন আশার আলো দেখাল এটিকে মোহনবাগান। বলা যায়, বছর তিনেক পর তাদের হাত ধরেই ট্রফির খরা কাটাল কলকাতা ময়দান।