চেন্নাইয়িন নিয়ে এবার বিষ্ফোরক আল খায়াতি, কী বলছেন এই তারকা

গতবছর হিরো ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির কাছে সাডেন ডেথে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। তবে দলের…

El Khayati

গতবছর হিরো ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির কাছে সাডেন ডেথে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। তবে দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি ছিল ম্যানেজমেন্ট। সেজন্য নিজেদের পুরোনো দলকে ধরে রেখেই নতুন মরশুম শুরুর ভাবনা নিয়েছিল এই আইএসএল জয়ী দল। তাই নয়া মরশুম শুরু হওয়ার কয়েকমাস আগেই দলের তারকা বিদেশি গ্ৰগ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেয় দল।

উল্লেখ্য, নতুন সিজনের জন্য এই তারকা ফুটবলারের কাছে কেরালা ব্লাস্টার্সের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত নিজের পুরোনো দলকেই বেছে নিয়েছেন তিনি। একইভাবে মুম্বাই তে থেকে গিয়েছেন দলের ভরসাযোগ্য গোলরক্ষক ফুর্বা লাচেনপা। পরবর্তীতে যত সময় এগিয়েছে ক্রমশ বড় হয়েছে সেই তালিকা। দলের অধিনায়ক রাহুল ভেকের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার পর হিরো আইএসএল শুরুর কয়েকমাস আগেই আরও দুই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ায় মুম্বাই। যাদের মধ্যে একজন ছিলেন মেহতাব সিং ও অন্যজন আইয়ুষ চিকারা।

   

Abdenasser El Khayati Chennaiyin FC

কিন্তু সেখানেই শেষ নয়। পরবর্তী সময় দলের কোচ ডাস বাকিংহ্যামের নির্দেশ অনুযায়ী বেশকিছু নয়া ফুটবলারদের দিকে নজর দেয় ম্যানেজমেন্ট। যাদের মধ্যে রয়েছেন আল খায়াতি। গত ফুটবল মরশুমে চেন্নাইয়িন এফসির হয়ে খেলেছিলেন এই তারকা ফুটবলার। দলের পারফরম্যান্স আহামরি কিছু না থাকলেও যথেষ্ট দাপটের সাথে টুর্নামেন্ট মাতিয়ে রেখেছিলেন এই ডাচ ফুটবলার। তাই সবদিক বিবেচনা করে এই নতুন মরশুমের জন্য তাকে দলে নেয় মুম্বাই সিটি। প্রথম একাদশে সুযোগ ও পাচ্ছেন এই তারকা। তবে এবার তার পুরোনো দলকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসলেন আল খায়াতি।

তিনি বলেন, আমি চেন্নাইয়িন এফসিতে নিজের যথেষ্ট ভালো সময় কাটিয়েছি। কিন্তু বহু ম্যাচে ভালো খেলেও আমরা পিছিয়ে পড়েছি। তবুও আমি নিজের কাজটা করার চেষ্টা করেছি। দলের সাফল্যের জন্য চেষ্টা করেছি। তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দল বদল করেছি। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চেন্নাইয়িন দলের সমর্থকদের মধ্যে।