Chennaiyin FC: এগিয়ে থেকেও এল না জয়, তিন পয়েন্ট ছিনিয়ে নিল চেন্নাই

এবারের ইন্ডিয়ান সুপার লিগে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল জামশেদপুর এফসির। সেইমতো স্কট কুপারের তত্ত্বাবধানে টুর্নামেন্ট শুরু করেছিল এই ফুটবল ক্লাব। তবে পরবর্তীতে বদল করা…

Chennaiyin FC

এবারের ইন্ডিয়ান সুপার লিগে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল জামশেদপুর এফসির। সেইমতো স্কট কুপারের তত্ত্বাবধানে টুর্নামেন্ট শুরু করেছিল এই ফুটবল ক্লাব। তবে পরবর্তীতে বদল করা হয় দলের কোচ। দলের দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতীয় কোচ খালিদ জামিলের হাতে। একটা সময় তার হাত ধরেই আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসি।

পাশাপাশি বিদেশি ফুটবল ক্লাবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সেজন্য সবদিক মাথায় রেখেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল এই ভারতীয় কোচের হাতে। কিন্তু এই সুপার কাপে দলের পারফরম্যান্স আহামরি খুব একটা না থাকলেও আইএসএলের দ্বিতীয় লেগ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দল।

সেইমতো টুর্নামেন্টের প্রথম ছয়ের লড়াইতে উঠে এসেছে চিমা চুকুরা। কিন্তু গত মুম্বাই ম্যাচ খেলতে গিয়েই ছন্দপতন। ইমরানকে তুলে নিয়ে বিদেশি ফুটবলার নামান কোচ। সেখান থেকেই দেখা যায় যাবতীয় বিতর্ক। পরবর্তীতে সেই নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানে এটিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে দেখানোর পাশাপাশি ম্যাচের সম্পূর্ণ পয়েন্ট সমেত তিনটি গোল দেওয়া হয় প্রতিপক্ষ দল মুম্বাই সিটিকে। সেই হতাশা ভুলেই গত মাসের শেষের দিকে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল সিভেরিওরা। কিন্তু অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল সেই ম্যাচ।

তবে বৃহস্পতিবার ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির বিপক্ষে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা ছিল জামশেদপুরের। কিন্তু তা সম্ভব হয়নি। ম্যাচের বাইশ মিনিটের মাথায় রাই তাচিকাওয়ার গলে এগিয়ে থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান চেন্নাইন দলের বিদেশি ফুটবলার রাফায়েল ক্রিভেলারো।

তারপর থেকেই অন্য ছন্দে ধরা দিয়েছে জর্ডনরা। প্রথম গোলের কিছু সময় পরেই দ্বিতীয় গোল করে বসে চেন্নাইন। গোলদাতা ভারতীয় তারকা রহিম আলী। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জামশেদপুর এফসির। যারফলে, প্লে অফের লড়াইয়ে পিছিয়ে পড়তে হলো তাদের।