Biogas Plants: আবর্জনা থেকে কোটি কোটি টাকা, বিপুল কর্মসংস্থান কলকাতায়

রোজকার আবর্জনা৷ জঞ্জাল৷ ফেলে দেওয়া সবকিছু থেকেই আয়৷ কোটি কোটি চাকার কারবার৷ এতেই বিপুল কর্মসংস্থান৷ নয়া উদ্যোগ রাজ্য সরকারের৷ কলকাতার আশেপাশেই তৈরি হচ্ছে বায়ো গ্যাসের…

West Bengal, biogas plants, Kolkata

রোজকার আবর্জনা৷ জঞ্জাল৷ ফেলে দেওয়া সবকিছু থেকেই আয়৷ কোটি কোটি চাকার কারবার৷ এতেই বিপুল কর্মসংস্থান৷ নয়া উদ্যোগ রাজ্য সরকারের৷ কলকাতার আশেপাশেই তৈরি হচ্ছে বায়ো গ্যাসের প্ল্যান্ট (Biogas Plants)৷ একটা-দু’টো নয়, ছ’টি৷ প্রথম ধাপে বিনিয়োগ করা হবে ১০০ কোটির বেশি৷

বায়ো গ্যাস৷ বিশ্বায়নের যুগে অন্যতম আলোচিত বিষয়৷ পরিবেশ বাঁচাতে এবং বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করেত বায়ো গ্যাস খুবই গুরুত্বপূর্ণ৷ এই বায়ো গ্যাসের প্ল্যান্ট তৈরি হচ্ছে কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায়৷ রাজ্য সরকার এবং বেঙ্গল গ্যাস কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে বায়ো গ্যাসের প্ল্যান্ট৷

এই প্ল্যান্টগুলি তৈরি হবে কলকাতা লাগোয়া হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়৷ হুগলির রিষড়া এবং চন্দননগরে হবে বায়ো গ্যাসের প্ল্যান্ট৷ আর দক্ষিণ ২৪ পরগনাার সোনারপুরে হবে তৃতীয় প্ল্যন্ট৷ প্রথম দফায় এই তিন প্ল্যান্ট তৈরি হবে৷ বিনিয়োগ হবে প্রায় ১২০ কোটি টাকা৷ পরের ধাপে আরও তিন বায়ো গ্যাসের প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সেই তিন প্ল্যান্ট তৈরি হবে উত্তর ২৪ পরগনায়৷ মধ্যমগ্রাম, পলতা এবং পানিহাটিতে৷

স্বাভাবিকভাবেই ৬ প্ল্যান্টে কর্মসংস্থান হবে৷ পাশাপাশি পরিবেশ বাঁচবে৷ শহরের পাশে আবর্জনার স্তূপের দূষণ কমবে৷ গ্যাসের বাড়তি সুবিধা তো আছেই৷ বিশেষজ্ঞদের মতে, ১০০ টন আবর্জনা থেকে ৫ টন গ্যাস তৈরি হয়৷ এই প্ল্যন্ট চালু হলে বিস্তীর্ণ এলাকার গ্যাসের চাহিদার বড় অংশ পূরণ করা যাবে৷

পুরসভা এলাকার আবর্জনা ফেলা নিয়ে বড় সমস্যা৷ পানিহাটির অমরাবতি মাঠেই আবর্জনা ফেলা নিয়ে নানা জটিলতা৷ পানিহাটি থেকে ধাপায় নিয়ে আবর্জনা ফেলা হয়৷ এমনই বিভিন্ন এলাকার আবর্জনা নিয়ে আসা হবে বায়ো গ্যাসের প্ল্যান্টে৷ তারপর তা থেকে তৈরি হবে বায়ো গ্যাস৷