ISL Transfer Update | মোবাশির রহমানকে লোনে ছেড়ে দিল East Bengal FC

২০২৩-২৪ মরসুমে মেরিনা মাচান্সের প্রতিনিধিত্ব করার জন্য ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) থেকে লোনে মোবাশির রহমানকে দলে এনেছে আইএসএল দল চেন্নাইন এফসি। জামশেদপুর এফসির পর…

Mobashir Rahman

২০২৩-২৪ মরসুমে মেরিনা মাচান্সের প্রতিনিধিত্ব করার জন্য ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) থেকে লোনে মোবাশির রহমানকে দলে এনেছে আইএসএল দল চেন্নাইন এফসি। জামশেদপুর এফসির পর চেন্নাইয়ের বর্তমান কোচ ওয়েন কোয়েলের সঙ্গে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের পুনরায় কাজ করার সুযোগ পেলেন। রহমানকে নিয়ে কোচ বেশ খুশি। মূলত দলের স্কোয়াডের গভীরতা বৃদ্ধি করার জন্য চেন্নাইন এফসি লোনের পথে হেঁটেছে।

কোয়েল বলেন, ‘রহমান একজন অসাধারণ প্রতিভা। জামশেদপুর এফসি ও ইস্ট বেঙ্গল এফসির হয়ে শীর্ষ পর্যায়ে নিজেকে প্রমাণ করেছে ও… জামশেদপুরে থাকাকালীন আমি ওর সঙ্গে কাজ করেছি এবং মাঠে তার মান সম্পর্কে জানি। ও আমাদের মিডফিল্ডে একটি মূল্যবান সংযোজন এবং সিজনের বাকি অংশে তার সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত।’

জামশেদপুরে জন্ম নেওয়া এই মিডফিল্ডার দক্ষিণ ভারতীয় দলে যোগ দেওয়ায় সমানভাবে উচ্ছ্বসিত। ‘দুইবারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত এবং আবারও প্রধান কোচ ওয়েন কোয়েলের নির্দেশনায় কাজ করার জন্য উন্মুখ। যিনি অতীতেও আমাকে আমার খেলার উন্নতি করতে সহায়তা করেছেন।’

রহমান আইএসএলে ৮৩ টি ম্যাচ খেলেছেন এবং সতীর্থদের জন্য চারবার গোল করানোর মতো পাস বাড়ানোর পাশাপাশি দু’বার নিজে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন।