Chennaiyin FC: ডুরান্ড কাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা চেন্নাইয়িনের

বিগত কয়েকটি মরশুমে একেবারেই ছন্দে নেই অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)।

Chennaiyin FC

বিগত কয়েকটি মরশুমে একেবারেই ছন্দে নেই অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। গত ১৭-১৮ ফুটবল মরশুমে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর কোনো বড় ট্রফি আসেনি তাদের ঝুলিতে। পরবর্তীতে দলের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে ছাঁটাই করে নয়া কোচ আনা হলেও খুব একটা সুবিধে করতে পারেনি দক্ষিণের এই ফুটবল দলটি।

Advertisements

গত মরশুমে ও দলের পারফরম্যান্স দেখে খুব একটা খুশি হতে পারেনি সমর্থকরা। তবে নতুন মরশুমের কথা মাথায় রেখে ফিরিয়ে আনা হয় তাদের পুরোনো কোচ ওয়েন কোয়েলকে। তার হাত ধরেই এই বছর নতুন করে সেজে উঠেছে চেন্নাইয়িন।

বিজ্ঞাপন

একাধিক দাপুটে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশের তরুণ প্রতিভাবান ফুটবলারদের ও যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। যাদের মধ্যে রয়েছেন লাল-হলুদ দলের প্রাক্তন ফুটবলার অঙ্কিত মুখার্জি থেকে শুরু করে ভিন রাজ্যের আরও বেশকিছু প্রতিভাবান। এক নজরে দেখে নেওয়া যাক চেন্নাই দলের স্কোয়াড। আসন্ন ডুরান্ড কাপের কথা মাথায় রেখে এবার ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে লড়াই করবে চেন্নাইয়িন। সেইমতো সাজানো হয়েছে দল। যেখানে তিন কাঠির দায়িত্বে রয়েছেন শমীক মিত্র, প্রতীক কুমার সিং ও দেবজিৎ মজুমদার। দলের রক্ষনভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন, অনিকেত মুখার্জি, অজিত কুমার, বিকাশ, বিজয় ছেত্রী, সিচু সিবে ও আকাশ সাঙ্গান।

একইভাবে দলের মাঝমাঠ সামাল দেওয়ার জন্য রাখা হয়েছে জিতেশ্বর সিং, মহম্মদ রফিক, সজল বাগ, আয়ুষ অধিকারী ও ফারুক চৌধুরী। অন্যদিকে বিদেশিদের মধ্যে রয়েছেন রাফায়েল ক্রিভেলারো। সেইসাথে দলের জার্সিতে ফরোয়ার্ড লাইন দাপিয়ে বেড়ানোর জন্য আনা হয়েছে ভিন্সি ব্যারেটো, রোমারিও, খোমান্থাম, সোয়াডেন ফার্নান্দেজ, রহিম আলি, ইরফান। পাশাপাশি বিদেশি ফুটবলারদের মধ্যে রয়েছেন কোনার শিল্ড ও জর্ডন মারে।