Modi: দ্রুত মণিপুরে শান্তি আসবে, অবশেষে নীরবতা ভাঙলেন মোদী

বিরোধীপক্ষের জোট নিয়ে তীব্র সরব প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। তিনি অনাস্থা ভোটের আলোচনায় যতটা বিরোধীপক্ষকে তুলোধনা করেছেন তার তুলনায় অনেক কম সময় দিলেন মণিপুরের…

বিরোধীপক্ষের জোট নিয়ে তীব্র সরব প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। তিনি অনাস্থা ভোটের আলোচনায় যতটা বিরোধীপক্ষকে তুলোধনা করেছেন তার তুলনায় অনেক কম সময় দিলেন মণিপুরের রক্তাক্ত জাতি সংঘর্ষের বিষয়ে। তবে বিরোধী পক্ষ বলছে অবশেষে মোদীকে সংসদে এনে মণিপুর নিয়ে বলতে পারাানো গেছে। 

মণিপুরকাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (No-confidence motion) আনে বিরোধী জোট৷ এবার সেই নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুর নিয়ে তিনি জানান যে মণিপুর নিয়ে তিনি উদ্বীগ্ন৷ তবে তিনি প্রশাসনের উপর তাঁর আস্থা রাখতে চান৷ তিনি মনে করেন, অবিলম্বে মণিপুরে শান্তি ফিরে আসবেই৷

   

মোদী বলেন, মণিপুরে দ্রুত শান্তি ফিরবে। মণিপুরের পাশে আছে দেশ। মণিপুর প্রসঙ্গে মোদী বললেন, “রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার, যৌথ ভাবে নিজের সাধ্যমত চেষ্টা করে যাতে অপরাধীরা শাস্তি পায়৷ আগামী দিনে দ্রুত মণিপুরে যাতে শান্তি ফিরে আসে, আমি ব্যক্তিগত স্তরেও সেই চেষ্টা চালিয়ে যাব৷ আমি মণিপুরের মা-মেয়েদের বলতে চাই, গোটা দেশ আপনাদের সঙ্গে আছে৷”

এর আগে প্রায় দেড় ঘণ্টার বক্তব্যে প্রধানমন্ত্রী মণিপুর প্রসঙ্গ না তোলায় নরেন্দ্র মোদির বক্তব্য চলাকালীনই সংসদ থেকে ওয়াক আউট করেন বিরোধীরা৷ বিরোধীদের দাবি ছিল মণিপুর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব৷ ওয়াক আউট করতেই মণিপুর প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, মণিপুরে মহিলাদের উপরে অত্যাচার এবং হিংসা ছড়ানোয় অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে৷ গোটা দেশ তাঁদের পাশে আছে। মণিপুরে শান্তি ফেরাতে সরকার চেষ্টার কোনও ত্রুটি রাখবে না বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷