চেন্নাইয়ের হয়ে মাঠে নামল বাঙালি ব্রিগেড, লড়াই দিল Kidderpore SC

Chennaiyin FC practice match against Kidderpore SC

প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ান ফুটবল ক্লাব ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Kidderpore SC)। মোট ৬ টি গোল হয়েছে ম্যাচে। দুই দল মিলিয়ে দাপিয়ে বেড়ালেন এক ঝাঁক বাঙালি ফুটবলার।

Advertisements

আরও পড়ুন:Mohammedan ক্লাবে খেলা এই ফুটবলারকে দলে নিয়ে চমক দিল খিদিরপুর

নিউটাউনের মাঠে নেমেছিল দুই দল। কলকাতা ফুটবল লিগে নজরকাড়ার জন্য নতুন করে দল সাজিয়েছে খিদিরপুর। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে তারা। যার মধ্যে অন্যতম ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইয়ান ফুটবল ক্লাবের বিরুদ্ধে ম্যাচ।

আরও পড়ুন: CFL: দক্ষিণেশ্বর থেকে ঘুরে এসেই বড় জয় পেল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব

Advertisements

দক্ষিণ ভারতীয় দলটিতে এবার প্রচুর বাঙালি ফুটবলার রয়েছেন। খিদিরপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন মনোতোষ চাকলাদার, সজল বাগরা। ছিলেন দুই ভাই। একজন মহম্মদ রফিক, অন্যজন মহম্মদ ফারিক। রফিক চেন্নাইয়ের দলে, ফারিক খিদিরপুর স্পোর্টিং ক্লাবের।

আরও পড়ুন: Sports News : ভ্যালেন্সিয়ায় খেলা তারকাকে সই করাল কলকাতার ক্লাব

ম্যাচে মোট ছয়টি গোল হয়েছে। পাঁচটি গোল দিয়েছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব। খিদিরপুরের নামের পাশে একটি গোল। চেন্নাইয়ানের হয়ে গোলগুলো করেছেন – থাপা, নিন্থই, জিকসন, ভিন্সি ও সুহেল। খিদিরপুরের হয়ে একটি মাত্র গোল গৌরব দাসের। আগামী ৫ আগস্ট বেহালার বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচে নামবে খিদিরপুর স্পোর্টিং ক্লাব।