দলের এই নাইজেরিয়ান ফুটবলারকে বিদায় জানাতে পারে চেন্নাইয়িন

জয় দিয়েই আইএসএল শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী ওডিশা এফসিকে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তাঁদের ধাক্কা খেতে হয়েছিল কলকাতা…

Daniel Chima Chukwu

জয় দিয়েই আইএসএল শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী ওডিশা এফসিকে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তাঁদের ধাক্কা খেতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব খুব একটা সমস্যা হয়নি। স্বাভাবিকভাবেই তা স্বস্তি দিয়েছিল সকলকে। কিন্তু সেটা বজায় থাকেনি বেশিদিন। টানা ম্যাচ হারায় প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। যারফলে তলানিতে নেমে এসেছিল আইএসএল জয়ী এই ফুটবল দল। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে জয়ের মুখ দেখা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল এই আইএসএল জয়ীদের কাছে।

Also Read | এই মরোক্কান ডিফেন্ডারের দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের 

বিশেষ করে গত বছরের শেষের দিকে হায়দরাবাদ এফসিকে পরাজিত করার পর একের পর এক ম্যাচে ধাক্কা খেতে হয়েছিল দলকে। সেই হতাশা কাটিয়ে নতুন বছরের জানুয়ারিতে ছন্দে ফেরার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। তবে ফেব্রুয়ারিতে ইমামি ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে ছন্দে ফিরেছিল দল। জয়ের সরণিতে ফেরার পর প্লে-অফে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও সেটা বজায় থাকেনি। দলের গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচে বেঙ্গালুরু এফসির পাশাপাশি শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে ও আটকে গিয়েছিল দক্ষিণের এই ক্লাব।

Also Read | গুরুকে অনুসরণ করলেন আইপিএলের ‘ধনী ক্রিকেটার’? তারপর যা ঘটল দেখুন 

Advertisements

এই হতাশা কাটিয়ে এবার কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য চেন্নাইয়িনের। সেইমতো গত কয়েকদিন ধরেই দলকে প্রস্তুত করছেন ওয়েন কোয়েল‌। কিন্তু এবার উঠে আসতে শুরু করেছে নয় তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, নতুন মরসুমে আর হয়তো দলে দেখা যাবে না নাইজেরিয়ান ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা চুকুকে (Daniel Chima Chukwu)। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে এই ফুটবল সিজনে তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই এই মরসুম শেষে তাঁকে বিদায় জানাতে মরিয়া আইএসএল জয়ী এই দল। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত অভিষেক বচ্চনের এই ফুটবল দলের সঙ্গে চুক্তি রয়েছে চিমা চুকুর।

কিন্তু তাঁর আগেই সেটি ছিন্ন করতে পারে ম্যানেজমেন্ট। এবারের ইন্ডিয়ান সুপার লিগে মোট ২৩ টি ম্যাচ খেলেছিলেন এই তারকা ফুটবলার। যারমধ্যে ৬ টি গোল করার পাশাপাশি ১টি অ্যাসিস্ট ও থেকেছে এই বিদেশি ফুটবলারের। সুপার কাপে পারফরম্যান্সের উপরেই হয়তো নির্ভর করবে তাঁর ভবিষ্যত।