দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে এই আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়াকে। তারপর টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে আসে জয়। সেই নিয়ে কার্যত খুশির আবহ দেখা দিয়েছিল সাদা-কালো সমর্থকদের মধ্যে। কিন্তু সেটা ছন্দ বজায় থাকেনি বেশিদিন। পরের ম্যাচেই জোর ধাক্কা খেয়েছিল দল। আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। তারপর থেকে একের পর এক ম্যাচ খেলে ও জয়ের সরণিতে ফেরা সহজ ছিল না তাঁদের কাছে।
সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল অ্যালেক্সিস গোমেজদের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বড় ব্যবধানেই পরাজিত হয় মহামেডান। সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে শুরু করেছিল এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। শেষ পর্যন্ত অনবদ্য পারফরম্যান্স করে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। এবারের টুর্নামেন্ট শেষে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে মহামেডান। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তাঁর উপরেই দেখা দিয়েছিল ক্লাবের বিবিধ সমস্যা।
সেই সমস্ত কিছু ভুলে কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল ব্ল্যাক প্যান্থার্সদের। হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালেই। যারফলে এবার ট্রফিহীন ভাবেই সিজন শেষ করেছে রেড রোডের এই ফুটবল ক্লাব। দলের এমন তথৈবচ পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও তার মধ্যে দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। যারফলে নয়া সিজনের দল গঠন নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই সুযোগ কাজে লাগিয়েই মহামেডান স্পোর্টিং ক্লাবের একাধিক ফুটবলারদের দলে টানতে চাইছে প্রতিপক্ষ দল গুলি। যার মধ্যে জোড়ালো ভাবে উঠে আসতে শুরু করেছে ভ্যানলালজুইডিকার (Vanlalzuidika Chhakchhuak) নাম।
হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে যুক্ত রয়েছেন মিজোরামের এই ফুটবলার। তবে ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে চাইছে চার ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছেন চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স এবং ওডিশা এফসি। কিন্তু যতদূর খবর এক্ষেত্রে অনেকটাই এগিয়ে দক্ষিণের আইএসএল জয়ী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।