Chennaiyin FC: চেন্নাইয়িন যোগ দিতে আগ্ৰহী ব্রাজিলিয়ান ফুটবলার

এই আইএসএল সিজনে ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে নিজেদের পুরনো ছন্দে ফিরেছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। এবারের লিগের ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস শুরু করে…

Brazilian footballer Elsinho

এই আইএসএল সিজনে ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে নিজেদের পুরনো ছন্দে ফিরেছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। এবারের লিগের ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস শুরু করে একের পর এক দলকে হারিয়ে প্রথম ছয় নম্বরে নিজেদের নিশ্চিত করেছিল রাফায়েল ক্রিভেলারোরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে এই ফুটবল দলকে। কিন্তু নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে চেন্নাইয়িন। এক্ষেত্রে সবার আগে জামশেদপুর এফসির দিকে নজর পড়েছে তাদের।

প্রথমেই তারা চূড়ান্ত করে জামশেদপুর এফসির ফুটবলার জরমনপ্রীত সিংকে। আগামী কয়েকদিনের মধ্যেই তাকে নেওয়ার কথা চূড়ান্ত করতে পারে এই ফুটবল ক্লাব। পাশাপাশি বিদেশি ফুটবলার এলসিনহোর সঙ্গে ও কথাবার্তা শুরু করে দিয়েছিল আইএসএলের শিল্ড জয়ী এই ফুটবল ক্লাব। তবে শুধু চেন্নাইন এফসি নয়, এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছিল মরশুমের নতুন দল পাঞ্জাব এফসি।‌ অন্যদিকে, এই বিদেশী ডিফেন্ডারকে নিজেদের দলে ধরে রাখতে আসরে নেমে পড়েছে জামশেদপুর।

তবে এবার উঠে আসল নয়া তথ্য। শোনা যাচ্ছে, তার বর্তমান ক্লাব জামশেদপুর একটি তরফ থেকে বিরাট অঙ্কের প্রস্তাব পাঠানো হলেও তাতে রাজি হননি এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বদলে ওয়েন কোয়েলের ফুটবল দলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইছেন তিনি।