Chennaiyin FC: কেরালার এই ফুটবলারকে পেতে চাইছে চেন্নাইয়িন

একটা সময় টুর্নামেন্টের সকলকে টেক্কা দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যা নিয়ে খুশির আবহ ছিল সমর্থকদের মধ্যে। কিন্তু সময়ের সাথে…

jeakson singh in action

একটা সময় টুর্নামেন্টের সকলকে টেক্কা দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যা নিয়ে খুশির আবহ ছিল সমর্থকদের মধ্যে। কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে থাকে গোটা পরিস্থিতি। ক্রমশ পিছিয়ে পড়তে থাকে দল। যারফলে, শেষ ফুটবল মরশুমে ও খুব একটা সফল থাকেনি এই দল।

কিন্তু নতুন মরশুমে ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে একের পর এক দলকে হারিয়ে প্রথম ছয় নম্বরে নিজেদের নিশ্চিত করে রাফায়েল ক্রিভেলারোরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে এই ফুটবল দলকে।

তবে নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে চেন্নাইয়িন। প্রথমেই তারা চূড়ান্ত করে জামশেদপুর এফসির ফুটবলার জরমনপ্রীত সিংকে। যতদূর খবর, এই তরুণ মিডফিল্ডারকে অনেকটাই নিশ্চিত করতে সক্ষম হয়েছে ম্যানেজমেন্ট।

তবে শুধু চেন্নাইন নয়, আইএসএলের আরো একাধিক ফুটবল ক্লাবের নজর ছিল এই ফুটবলারের দিকে। শেষ পর্যন্ত তাকে সাইন করানোর ক্ষেত্রে এখন অনেকটাই এগিয়ে অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। তবে সেখানেই শেষ নয়। প্রতিপক্ষ দলগুলির থেকেও বেশ কিছু ফুটবলারদের ছিনিয়ে আনার পরিকল্পনা রয়েছে চেন্নাইয়িনের।

যারমধ্যে অন্যতম হল জেকসন সিং থুনওজাম। এই ফুটবল সিজনে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেলেছেন তিনি। কয়েকটি অ্যাসিস্ট ও রয়েছে তার ঝুলিতে। বলতে গেলে দলের ডিফেন্সিভ মিডে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন বছর বাইশের এই খেলোয়াড়। সেজন্য এবার তাকে আনতে চাইছে ওয়েন কোয়েলের ফুটবল ক্লাব। কিন্তু এখনো পর্যন্ত কেরালার সঙ্গে আরো এক বছরের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে চূড়ান্ত করতে মরিয়া আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত আদৌ তিনি দল ছাড়েন কিনা এখন সেটাই দেখার।