যে কোনো দলের ডিফেন্স যতো মজুবত,সেই দল খুব’ই শক্তিশালী। রক্ষণ দূর্বল হলে প্রতিটা দল’ই সমস্যায় পরে। সেটা আমরা সকলেই দেখেছি। এখন তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি করে প্রকট হয়ে উঠেছে।
তাই বিশ্বের প্রতিটা দলের রক্ষণ মজবুত করা খুবই প্রয়োজন আছে। সেই চিন্তা থেকে ভারতের যুব দলের সেন্টার ব্যাক ১৯ বছর বয়সী বিকাশ ইয়ামনামকে (Vikas Yumnam) সই করালো চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)। ১.৪ কোটি টাকার মার্কেট ভ্যালুর এই ফুটবলার বর্তমানে রাউন্ড গ্লাস পঞ্জাব এফসির সদস্য ।সেখান থেকে ইন্ডিয়ান সুপার লিগের বড়ো ক্লাব চেন্নাইয়ান এফসিতে সই করলো বিকাশ।
আগামী ২৪ ঘন্টার মধ্যে নতুন ক্লাবে যোগদান করবেন বিকাশ। আইএসএলে বিদেশি কোচের সহচার্যে এসে নিজেকে আরো উন্নত করে তুলবে বিকাশ, এমনটাই আশা রাখা যায়।