ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো হলেও পরবর্তীতে ছন্দ হারিয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। পরাজিত হতে হচ্ছিল একের পর এক ম্যাচ। সেই ধাক্কা কাটিয়েই এবার ঘুরে দাঁড়াল ওয়েন কোয়েলের ছেলেরা। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় ইন্দোরের ফুটবল স্টেডিয়াম টুর্নামেন্টের বারো তম ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসির বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় চেন্নাইয়িন এফসি।
দলের হয়ে একটিমাত্র গোল করেন ইরফান ইয়াদওয়াদ। বছর তেইশের এই দাপুটে ফুটবলারের দৌলতেই অবশেষে জয়ের সরণিতে ফিরতে সক্ষম হয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। যারফলে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে আসে ওয়েন কোয়েলের ফুটবল ক্লাব। গত ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হতে হলেও এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্ৰহ করতে মরিয়া ছিল চিমা চুকুরা। সেইমতো প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিল এই ফুটবল ক্লাব।
যার ফল ও মিলেছিল হাতেনাতে। ম্যাচের ৫ মিনিটের মাথায় কনর শিল্ডসের পাস থেকে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে গোল করে যান ইরফান। হায়দরাবাদ এফসির গোলরক্ষক এগিয়ে এসে বল আটকানোর চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি। তাঁর দৌলতেই ১-০ গোলে এগিয়ে যায় চেন্নাইয়িন। কিন্তু এটাই প্রথম নয়। ম্যাচের প্রথম মিনিট থেকেই ঘনঘন আক্রমণে উঠতে শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। প্রথম দুই মিনিটের মাথায় হেড থেকে গোলের সুযোগ পেয়েছিলেন তারকা বিদেশি জর্ডন উইলমার গিল। কিন্তু সেটা পোস্টে রাখা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
ঠিক কিছুক্ষণ পরেই ফের গোলের সুযোগ তৈরি করেন ইরফান ইয়াদওয়াদ। কিন্তু গোলে শট রাখা সম্ভব হয়নি এই তারকার পক্ষে। তবে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠে আসতে দেখা গিয়েছিল হায়দরাবাদ ফুটবলারদের। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানেই আসে জয়।
Chennaiyin FC secures a 1-0 victory against Hyderabad FC in a thrilling ISL clash, thanks to Irfan Yadwad’s early goal. The team climbs to 7th on the points table with 15 points from 12 matches.