Chennaiyin FC: ব্রাজিলের ভার্সেটাইল ফুটবলারকে নিশ্চিত করল ISL ক্লাব

চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলসিনহোকে চূড়ান্ত করেছে। দুই বছরের চুক্তিতে চেন্নাইয়িন ফুটবল ক্লাবে সই করেছেন তিনি। ২০২৬ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন…

Chennaiyin FC Elsinho

চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলসিনহোকে চূড়ান্ত করেছে। দুই বছরের চুক্তিতে চেন্নাইয়িন ফুটবল ক্লাবে সই করেছেন তিনি। ২০২৬ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন এলসিনহো।

চলতি সপ্তাহের শুরুতে মিডফিল্ডার জিতেন্দ্র সিং-কে নিশ্চিত করেছিল ক্লাব। এবার ২০২৪-২৫ মরসুমের জন্য মারিনা মাচানস ঘোষণা করল তাদের দ্বিতীয় সই সংবাদ। ক্লাবে সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এলসিনহো।

   

Hugo Boumous: বিদায় অনিবার্য! শেষ হওয়ার পথে হুগো জল্পনা

৩৩ বছর বয়সী এলসিনহো চেন্নাইয়িনের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করার জন্য এডওয়ার্ডসের সঙ্গে জুটি বাঁধবে। ২০২৩-২৪ মরসুমে চেন্নাইয়িন এফসি রক্ষণের ভুলের কারণে বেশ কিছু নিশ্চিত পয়েন্ট হাতছাড়া করেছিল। এবার দলের বেশ কিছু বিভাগে বদল করছে ক্লাব ম্যানেজমেন্ট।

‘এলসিনহো একজন বহুমুখী, শক্তিশালী ও টেকনিক্যাল ফুটবলার। সেন্ট্রাল মিডফিল্ড ও সেন্টার ব্যাকে মানিয়ে নিতে পারে। প্রতিপক্ষ বক্সে চাপ বাড়ানোর পাশাপাশি নিজেদের অর্ধেও খেলতে পারবে সমানভাবে।’ চেন্নাইয়িন এফসির কোচ কোচ ওয়েন কোয়েল বলেছেন, ‘ব্রাজিলিয়ান এই ফুটবলার আমাদের বিদেশি ব্রিগেডে দারুণ সংযোজন হবে। নতুন ক্লাবের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিতে পারবে বলে আশা করছি। এলসিনহোর রক্ষণের পাশাপাশি মিডফিল্ডে অবদান রাখার দক্ষতা রয়েছে। দলের পরিকল্পনার সঙ্গে ও খাপ খাইয়ে নিতে পারবে।’ গত মরশুমে জামশেদপুর এফসি-র হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন এলসিনহো।

‘কোচ আমার সঙ্গে কথা বলেছেন এবং আমার দক্ষতার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। ওনার আগ্রহ দেখে আমি খুব খুশি হয়েছিলাম। চেন্নাইয়িনে যোগ দেওয়া আমার জন্য দারুণ একটা বিষয়’, এলসিনহো বলেছেন।

এই ৩ ফুটবলারকে দলে নিতে পারে Kerala Blasters

২০১৪ সালে ক্লাব এস্পোর্তিভো নাভিরায়েন্সের হয়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন এলসিনহো। এখনও পর্যন্ত ২১৪ টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে রয়েছে ১৫ গোল ও ২ অ্যাসিস্ট। এলসিনহো তাঁর কেরিয়ারের বেশিরভাগ সময় মেক্সিকান ক্লাব এফসি জুয়ারেজে কাটিয়েছেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের হয়ে ১৩৬ টি ম্যাচে অংশ নিয়েছিলেন।