ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে এ বছরের আইপিএলের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তার আগেই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য চাপের মুখে চেন্নাই। হঠাৎ করেই বুড়ো হয়ে গিয়েছেন ধোনি। যা নিয়ে চিন্তায় হলুদশিবির। ব্যাপারটি ঠিক কী ? আসুন জেনে নি।
২২ গজের পাশাপাশি অভিনয় জগতেও মাহির দাপট চোখে পড়ার মতোই। অভিনয় জগতেও মাহি দিন দিন নিজের আলাদা স্থান করে নিচ্ছেন। সম্প্রতি তাঁকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে ‘অথর্ব’ নামের এক ওয়েব সিরিজ। ধোনিকে দৈত্যদের সঙ্গে লড়াই করতে দেখা যাবে ওয়েব সিরিজ়ে। আইপিএল-১৫ শুরু হওয়ার আগে প্রকাশিত হওয়া প্রোমোতে কখনও তামিল সুপারস্টার রজনীকান্তের ‘চালবাজ’ এক লুকের সঙ্গে মিলিয়ে তাঁর স্টাইলে চশমা পরে বাস ড্রাইভারের ভূমিকায় দেখা গিয়েছে ধোনিকে তো, কখনও বা বাড়ির সব থেকে বয়স্ক ব্যাক্তির সাজে ধরা দিয়েছেন ক্যাপ্টেন কুল।
তবে এখানেই শেষ নয়। কথা উঠছে আইপিএলের আরও একটি নতুন প্রোমো নিয়ে। যেখানে দেখা যাচ্ছে, আইপিএলের ম্যাচ চলাকালীন একটি বাড়ির টেলিফোনে ফোন আসে। সেই বাড়ির বয়স্ক ব্যাক্তির (বয়স্ক ব্যাক্তির ভূমিকায় রয়েছেন ধোনি) সামনে থাকা টেলিফোন ধরার জন্য উঠে আসার চেষ্টা করেন এক ব্যাক্তি। কিন্তু ইশারা করে তাকে ফোন ধরতে নিষেধ করেন ওই বৃদ্ধ ব্যক্তি। এর পর তিনি এক মহিলাকে ইশারায় ফোন ধরার কথা বলেন। ফোনের অপর প্রান্ত থেকে তারই সঙ্গে কথা বলার ব্যাপারে বলা হলে, তিনি ফোন ধরা মহিলাকে ইশারা করেন। তারস্বরে কান্নার মতো চিৎকার করা শুরু করেন সেই মহিলাটি। তারপর বলেন, পাপাজি তো আউট হয়ে গিয়েছেন। এর পর ওই মহিলা বৃদ্ধ ব্যক্তিটিকে জিজ্ঞাসা করেন স্ট্রাইকে কে আছেন? উত্তরে বৃদ্ধ বলেন মাহি। আর সঙ্গে সঙ্গে রুমে থাকা সকলেই চিৎকার করে ওঠে।