Chennai FC: মোহনবাগানের এই মিডফিল্ডারের দিকে নজর চেন্নাইয়িনের

গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন সিজনের শুরুতে কোচ বদল করে চেন্নাইয়িন এফসি (Chennai FC)। ফিরিয়ে আনা হয় পুরনো কোচ ওয়েন কোয়েলকে। একটা সময় এই…

Lalrinliana Hnamte

গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন সিজনের শুরুতে কোচ বদল করে চেন্নাইয়িন এফসি (Chennai FC)। ফিরিয়ে আনা হয় পুরনো কোচ ওয়েন কোয়েলকে। একটা সময় এই কোচের হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণের ফুটবল ক্লাব। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ছন্দ হারিয়েছে এই দল। বেশ কয়েক বছর পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আইএসএল অভিযান শেষ করতে হয়েছে তাদের।

সেখান থেকেই এবছর ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবের। সেইমতো কোচের নির্দেশ মেনে একাধিক দেশীয় বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ম্যানেজমেন্ট। শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরে আসে অনিকেতরা। এবার তাদের নজর বাগানের এক ফুটবলারের দিকে।

যার দরুন এবারের আইএসএলের চ্যাম্পিয়নশিপে এখনো টিকে রয়েছে এই ক্লাব। বলতে গেলে আইএসএলের প্লে অফের অন্যতম দাবিদার জর্ডনরা। গত ম্যাচে রয় কৃষ্ণাদের ওডিশা এফসিকে হারিয়ে এখনো পর্যন্ত প্রথম ছয়ের লড়াইয়ে টিকে রয়েছে আয়ুষরা। আগামী ৯ই মার্চ তাদের খেলতে হবে টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল হায়দরাবাদ এফসির বিপক্ষে।

এই ম্যাচ না জিততে পারলে, এবারে চ্যাম্পিয়নশিপে লড়াই যে আরও কিছুটা মজবুত হয়ে যাবে তা কিন্তু বলাই চলে। এখন সেই ম্যাচ জেতার দিকেই নজর ওয়েন কোয়েলের। এসবের মাঝেই নতুন মরশুমের জন্য ফুটবলার খোজা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে তাদের পাখির চোখ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের দিকে।

বিশেষ সূত্র মারফত খবর, বাগানের তরুণ মিডফিল্ডার লালরিনলিয়ানা নামতের দিকে বিশেষ নজর রয়েছে তাদের। বলাবাহুল্য, বাগানের ফুটবল দলে‌ চলতি মরশুমে যখনই সুযোগ পেয়েছেন সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তরুণ ফুটবলার। চলতি বছরের মে মাসের মধ্যেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে বাগানের। সেজন্য সবদিক বিচার বিবেচনা করেই নামতেকে দলে টেনে চমক দিতে চাইছে চেন্নাইয়িন।