Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রোনাল্ডোকে দলে নিতে নারাজ চেলসি

Cristiano Ronaldo

গত মরশুমেই ম‍্যানচেস্টার ইউনাইটেডে প্রত‍্যাবর্তন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নিঃসন্দেহে বড় চমক ছিল এটি। সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে মোট ২৪ টি গোল করেছেন রোনাল্ডো। যদিও ম‍্যান ইউয়ের মরশুম টা ভালো যায়নি একেবারেই, প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে শেষ করে।

Advertisements

এরপর শোনা গেছিলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের পারফরম্যান্স খুশি নন। এবং ক্লাব ছাড়তে চাইছে। ট্রেনিংয়ে আসা বন্ধ করেছেন,স্কোয়াডের সাথে প্রিসিজেন ট‍্যুরেও যায়নি। শোনা যাচ্ছিলো চেলসিতে যোগদান করতে পারেন এই তারকা ফুটবলার।

কিন্তু বর্তমানে এমন তেমন কোনও উৎসাহ দেখানো হয়নি চেলসির তরফে এই তারকা উইংগার’কে সই করানোর ক্ষেত্রে।আসলে লুকাকু ক্লাব ছাড়ার পর এই বেলজিয়ামের তারকা আক্রমণ ভাগের ক্রিকেটারের পরিবর্তে রোনাল্ডোকে নিতে চলেছে চেলসি এমনটা জল্পনা ছড়িয়েছিল।

Advertisements

ইতিমধ্যে ম‍্যানচেস্টার সিটির থেকে রাহিম স্টার্লিং’কে দলে নিয়েছে চেলসি।এছাড়া থমাস টাচেলের দলে আছে কাই হাভের্ৎজ,টিমো ওয়েরনের,ক্রিশ্চিয়ান পুলিসিচ,মেসন মাউন্ট এবং কালম – হাডসন ওডোই’র মতো আক্রমণ ভাগের ফুটবলার’রা।তাই রোনাল্ডো’কে নেওয়ার কোনও আগ্রহ’ই তাদের মধ্যে অবশিষ্ট নেই,কার্যত এমনটাই স্পষ্ট করা হয়েছে।