Champions League: ম‍্যান সিটির কপালে চিন্তার ভাঁজ ফেলছে করিম বেঞ্জেমা 

বুধবার মাঝরাতে এথিয়াড স্টেডিয়ামে চ‍্যাম্পিয়ান্স লিগের (Champions League) সেমিফাইনাল ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ম‍্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ (Manchester City vs Real Madrid)।এই মরশুমে ইউরোপ…

Champions League: ম‍্যান সিটির কপালে চিন্তার ভাঁজ ফেলছে করিম বেঞ্জেমা 

বুধবার মাঝরাতে এথিয়াড স্টেডিয়ামে চ‍্যাম্পিয়ান্স লিগের (Champions League) সেমিফাইনাল ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ম‍্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ (Manchester City vs Real Madrid)।এই মরশুমে ইউরোপ সেরা ক্লাব হওয়ার অন‍্যতম দাবীদার সিটি,তবে নিঃসন্দেহে শেষ চারের মেগাম‍্যাচে তাদের বেগ পেতে হবে ১৩ বারের ইউরোপ সেরা ক্লাবের কাছে।

ম‍্যাচের প্রাক্কালে ম‍্যানসিটি কোচ থেকে ফুটবলার, প্রত‍্যেকের মুখে আশঙ্কা’র কথা শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মরশুমে দুরন্ত ফুটবল খেলা করিম বেঞ্জেমার (Karim Benzema) কথা।গুয়ার্দিওলার দলের কেউ কেউ তাকে বর্তমান সময়ের অন‍্যতম সেরা স্ট্রাইকার বলছেন।

” ও (বেঞ্জেমা) প্রতি ম‍্যাচেই দারুণ ফুটবল খেলছে।শুধুমাত্র গোল করা নয়, পাশাপাশি বল পায়ে’ও দারুণ স্বচ্ছন্দ‍্য ও।আনসেল্লোত্তি’তো ওকে বর্তমান সময়ের অন‍্যতম সেরা স্ট্রাইকার বলেছে।এইমুহুর্তে কেরিয়ারের স্বপ্নের ছন্দে আছে।” – মাঠে নামার আগে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ম‍্যান সিটি’র ফুটবলার রড্রি।

Advertisements

চলতি মরশুমে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে আছে করিম বেঞ্জেমা।সব ধরনের কম্পিটিশন মিলিয়ে তিনি গোল করেছেন ৩৯ টি,গোল করিয়েছেন ১৩ টি।চ‍্যাম্পিয়ান্স লিগের ৯ ম‍্যাচে ১২ গোল করার পাশাপাশি তিনি করিয়েছেন ১ টি গোল।

ম‍্যাচের আগে বেঞ্জেমার প্রশংসায় মজলেন ম‍্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা,তিনি বলেছেন,” ও (বেঞ্জেমা) অসাধারণ একজন ফুটবলার, আগেও ছিলো ,এখনও তাই।” ২৬ শে এপ্রিল এবং ৫ ই মে দুই দফায় সেমিফাইনালে খেলতে চলেছে ম‍্যান সিটি – রিয়াল মাদ্রিদ।