ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। ঝড় বৃষ্টির সঙ্গে প্রচুর বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। অত্যাধিক বৃষ্টিপাতের সতর্ক বার্তাও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হয়েছে একাধিক ক্লাবের অনুশীলন (CFL)।
CFL: চালিয়েছেন টোটো, কাজ করেছেন মিলে, টিম ইন্ডিয়ার হয়ে খেলতে চান সাজন সাহানি
কলকাতা ফুটবল লিগ আসন্ন। তার আগে টুর্নামেন্টে অংশ নিতে চলা ক্লাবগুলোতে শুরু হয়েছিল গিয়েছিল অনুশীলন। স্কোয়াডের নতুন-পুরোনো ফুটবলারদের মিশিয়ে অনুশীলন করা হচ্ছিল কলকাতা ফুটবল লিগ খেলতে চলা ক্লাবগুলোতে। কিছু ক্লাবে অনুশীলন শুরু হয়েছে অনেক আগে থেকে। কিছু ক্লাবে সিএফএল-এর জন্য প্র্যাকটিস শুরু হয়েছে কিছু দিন আগেই। যারা দেরিতে প্র্যাকটিস শুরু করেছে তাদের হাতে সময় কম। সকালে অনুশীলন শুরু করে বেশ কিছুক্ষণ চলে গা ঘামানো। ফুটবলারদের যে ভালই পরিশ্রম করতে হচ্ছে সেটা বলাই বাহুল্য। রেমাল ঘূর্ণিঝড়ের কারণে বেশ কিছু ক্লাবে অনুশীলন বাতিল করা হয়েছে। কলকাতা, হাওড়াতেও ভাল রকম দুর্যোগের আশঙ্কা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম এবং সাগর দ্বীপপুঞ্জের ২২০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পূর্বে অবস্থিত। ঘূর্ণিঝড় কেন্দ্রের ওপর দিয়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। উত্তর দিকে অগ্রসর হতে আরও ঘনীভূত হয়ে আজ মধ্যরাতের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে ঘূর্ণিঝড়টি, সেই সময়ে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ১১০-১২০ কিলোমিটার অবধি পৌঁছাতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
Mohammedan SC: মহামেডান স্পোর্টিং ক্লাবে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার!
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাতে স্থলভাগে আছড়ে পড়ার সময় রেমালের গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার গতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের। উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই কারণে বন্ধ থাকবে বিমান, ফেরি চলাচল। কিছু ট্রেনও বাতিল করা হয়েছে।