Calcutta League: শেষ মুহূর্তের গোলে কলকাতা লিগে দ্বিতীয় জয় ডায়মন্ড হারবারের

জয়ের সরণিতে ফিরল ডায়মন্ড হারবার এফসি। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে কলকাতা লিগে (Calcutta League) এরিয়ান ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল কিবু ভিকুনার…

Diamond Harbor FC in Calcutta League

জয়ের সরণিতে ফিরল ডায়মন্ড হারবার এফসি। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে কলকাতা লিগে (Calcutta League) এরিয়ান ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল কিবু ভিকুনার ছেলেরা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল এই শক্তিশালী ফুটবল ক্লাব। পেনাল্টি থেকে একটি মাত্র গোল করেন রাহুল পাসোয়ান। এবছর জয় দিয়েই কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করেছিল ডায়মন্ড হারবার। তবে বিএসএসের সাথে দ্বিতীয় ম্যাচেই আটকে যেতে হয়েছিল জবি জাস্টিনদের।

কিন্তু তৃতীয় ম্যাচে ফের জয় ছিনিয়ে নিল ছেলেরা। বলা বাহুল্য, ম্যাচের প্রথম থেকেই একচেটিয়া আধিপত্য ছিল ডায়মন্ড হারবারের ফুটবলারদের। মাঝমাঠ থেকে থ্রু ধরে প্রতিপক্ষের রক্ষণভাগে একাধিকবার হানা দিতে থাকেন রাজু গায়কওয়াড়’রা। তবে এরিয়ান ক্লাবের জমাট বাঁধানো রক্ষণভাগে বারবার আটকে যেতে হয় ফুটবলারদের। না হলে অনায়াসেই প্রথমার্ধের শেষে এগিয়ে যেতে পারতো ডায়মন্ড হারবার এফসি।

   

দ্বিতীয়ার্ধের খেলাতে ও সেই একই ছবি। বরং আগের থেকে আক্রমণের তেজ আরও বাড়াতে থাকে কিবু ভিকুনার ছেলেরা। যা সামাল দিতে কার্যকর দিশেহারা হয়ে পড়েন ডিফেন্ডাররা। এই পরিস্থিতিতে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন এরিয়ান দলের গোলরক্ষক দেবজিত ঘোষাল। তাঁর দক্ষ হাতে বারংবার আটকে যেতে হয়েছিল জবি জাস্টিনদের। নাহলে বিরাট বড় ব্যবধান তৈরি করতে পারতো দল।

যদিও শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় ডায়মন্ড হারবার এফসি। সেখান থেকেই বল জালে জড়িয়ে দেন রাহুল পাসোয়ান। প্রতিপক্ষের গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপ দিলেও বল আটকানো সম্ভব হয়নি। পরবর্তীতে আর সমতায় ফিরতে পারেনি এরিয়ান।