CFL: চারবার লিগ জেতা কলকাতার ক্লাব এবার বেগ দিতে পারে বড় দলগুলোকে

চলতি মাসেই শুরু হতে পারে কলকাতা লিগ (CFL)। শনিবার আইএফএ-এর সঙ্গে লিগের অংশ নিতে চলা দলগুলোর আলোচনা হয়েছিল। সেখানেই ঠিক করা হয়েছে, চলতি মাসে লিগ…

Dalhousie athletic club

চলতি মাসেই শুরু হতে পারে কলকাতা লিগ (CFL)। শনিবার আইএফএ-এর সঙ্গে লিগের অংশ নিতে চলা দলগুলোর আলোচনা হয়েছিল। সেখানেই ঠিক করা হয়েছে, চলতি মাসে লিগ শুরু করা হতে পারে। ইতিমধ্যে ক্লাবগুলো প্রস্তুতি শুরুও করে দিয়েছে।

এবার চমক দেওয়ার জন্য তৈরি হচ্ছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। হৃত গৌরব পুনরুদ্ধার করার জন্য তারা ইতিমধ্যে প্রায় দল গুছিয়ে নিয়েছে। প্রস্তুতি ম্যাচে দল মাঠে নেমেছে।

   

১৪২ বছরের পুরনো এই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে ইংরেজ আমলের ইতিহাস। অতীতে চারবার কলকাতা লিগ জিতেছে তারা। ১৯১০, ১৯২১, ১৯২৮, ১৯২৯ সালের টুর্নামেন্ট সেরা ডালহৌসি। এছাড়াও ১৮৯৭ ও ১৯০৫ সালে দু’বার আইএফএ শিল্ড খেতাব প্রবেশ করেছিল মেয়ো রোডের ধারে অবস্থিত এই ক্লাবে। ১৮৮৯ সালে জিতেছিল ট্রেডস কাপ।

ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি জিজ্ঞাসা করলে অনেকেই ট্রেডস ক্লাবের কথা বলেন। সেই সময় দলে ইংরেজ খেলোয়াড়দের প্রাধান্যই বেশি ছিল। পরবর্তীকালে এই ট্রেডস ক্লাব ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব নামে পরিচিত হয়ে উঠেছিল।

এবারের মরসুম শুরু করার আগে বেশ ঘটা করে দলের জার্সি উন্মোচন করেছিলেন কর্তারা। কলকাতা ময়দানের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বিগত কয়েক বছরে গ্লানি ঘুচিয়ে নতুন করে পথ চলা শুরু করতে চাইছি ঐতিহ্যবাহী এই ক্লাব।