CFL: আর্জেন্টিনা থেকে ফুটবলার এসেছেন, বড় দলের ঘুম ওড়াবে জর্জ টেলিগ্রাফ

George telegraph

ভালো ফুটবল উপহার দিতে মরিয়া জর্জ টেলিগ্রাফ (George Telegraph)। বিদেশি ফুটবলার আনতেও কার্পণ্য করেনি ক্লাব কর্তৃপক্ষ। সেই সঙ্গে এক ঝাঁক তরুণ ফুটবলার।

Advertisements

জর্জ টেলিগ্রাফ দলের এবার অন্যতম চমক আর্জেন্টাইন তারকা ফুটবলার। মাতিয়াস ভেরনকে দলে নিয়ে ক্লাব। মাঝ মাঠের ফুটবলার। দলের প্রয়োজনে আক্রমণে উঠে আসতে পারেন। স্ট্রাইকারদের জন্য সাজিয়ে দিতে পারেন বল। অবিন্যস্ত ডিফেন্সের সুযোগ নিয়ে বাড়াতে পারেন থ্রু বল।

আর্জেন্টিনার এই ফুটবলার অবশ্য ভারতীয় ফুটবল আঙিনায় এই প্রথম নন। গত দুই বছর হল তিনি ভারতের একাধিক ক্লাবে খেলেছেন। আইজল ফুটবল ক্লাবের হয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। ভারতের মাটিতে বেশ কিছু গোলও করেছেন ইতিমধ্যে।

Advertisements

ভেরনের সঙ্গে অনুশীলনে গা ঘামাচ্ছেন প্রচুর উঠতি ফুটবলার। তাদের বয়স কম, গতি বেশি। প্রতিপক্ষকে স্রেফ গতি দিয়ে পিছনে ফেলে দেওয়ার ক্ষমতা রয়েছে জর্জ টেলিগ্রাফের। অভিজ্ঞ কোচের হাত ধরে সঠিক পথের সন্ধানে রয়েছে ক্লাব।