CFL: ফের বাতিল দুই প্রধানের ম্যাচ, কিন্তু কেন?

tribal-footballer

গত কয়েক সপ্তাহ ধরেই কলকাতা ফুটবল লিগের (CFL) ম্যাচ আয়োজন ঘিরে দেখা দিয়েছে একাধিক সমস্যা। রাজ্যের উত্তাল অবস্থার পাশাপাশি প্রবল বর্ষণের জেরে বারংবার থমকে গিয়েছে প্রিমিয়ার ডিভিশন লিগের খেলা। যারফলে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে বিশেষ বিবৃতি জারি করে বেশ কয়েকবার বদলাতে হয়েছে ম্যাচ সূচি। যা কিছুটা হলেও হতাশ করেছে ফুটবলপ্রেমীদের।

এবার ও দেখা দিল সেই একই পরিস্থিতি। রাজ্যের এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই আগামী বুধবার ১২ ঘন্টার বাংলা বনধ ডাকা হয়েছে রাজ্যের বিরোধী দলের তরফে। এই পরিস্থিতিতে সম্ভবত ঝুঁকি এড়াতেই বুধবারের সমস্ত ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ‌। যারফলে আগামীকাল আর খেলতে নামছে না কলকাতা ময়দানের দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব।

   

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল ক্যালকাটা পুলিশ দলের বিপক্ষে লড়াই করার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল দলের। অপরদিকে সুরুচি সংঘের সাথে লড়াই করার কথা ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের। সেইসাথে কালিঘাট স্পোর্টস লাভার্স এবং ক্যালকাটা কাস্টমসের ও ম্যাচ ছিল এইদিন। তবে এবার বাতিল করা হয়েছে প্রত্যেকটি ম্যাচ।

পরবর্তীতে বিশেষ বিবৃতি জারি করে আয়োজিত হবে এই সবকটি ম্যাচ। উল্লেখ্য, গত কয়েক ম্যাচ আগেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে লাল-হলুদ ব্রিগেড। বর্তমানে গ্ৰুপ চ্যাম্পিয়ন হওয়াই এখন অন্যতম লক্ষ্য এই প্রধানের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন