CFL: চালিয়েছেন টোটো, কাজ করেছেন মিলে, টিম ইন্ডিয়ার হয়ে খেলতে চান সাজন সাহানি

উপার্জনের জন্য চালিয়েছেন টোটো, কাজ করেছেন কারখানায়। বড় দলে খেলার স্বপ্ন নিয়ে কলকাতা ফুটবল লিগ খেলতে চলেছেন সাজন সাহানি। আসন্ন CFL-এ তিনি খেলবেন কালীঘাট স্পোর্টস…

Sajan Sahani CFL

উপার্জনের জন্য চালিয়েছেন টোটো, কাজ করেছেন কারখানায়। বড় দলে খেলার স্বপ্ন নিয়ে কলকাতা ফুটবল লিগ খেলতে চলেছেন সাজন সাহানি। আসন্ন CFL-এ তিনি খেলবেন কালীঘাট স্পোর্টস লাভার্সের হয়ে। গত মরসুমে ছিলেন পিয়ারলেসে।

   

এবারের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়র ডিভিশনে অংশ নিতে চলেছে কালীঘাট স্পোর্টস লাভার্স। সেই দলের অংশ সাজন সাহানি। খেলেন মিডফিল্ডে। সেন্ট্রাল মিডফিল্ডার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন ভদ্রেশ্বেরের এই ফুটবলার।

Mohun Bagan: ভারতীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রে মোহনবাগানের ধীরে চলো নীতি

খেলা পরিচালনা করার দায়িত্ব অনেকটা মিডফিল্ডারদের কাঁধে থাকে। মাথা খাটিয়ে খেলতে হয় ফুটবল। ফুটবলের সঙ্গে অনেকে খুঁজে পান বাস্তব জীবন যুদ্ধের সাদৃশ্য। জমি ছাড়লেই মুশকিল। সাজন সাহানি জমি ছাড়তে নারাজ।

বাবা পক্ষাঘাতগ্রস্ত। সংসার চালানোর বেশিরভাগ দায়িত্ব সাজন সাহানির কাঁধে। তিনি জানিয়েছেন, “লকডাউনের সময় সবথেকে বেশি সমস্যার মুখে পড়তে হয়েছিল। বাবা কাজ করার মতো অবস্থায় নেই। সংসার চলেছিল কোনওরকমে।” উপার্জনের জন্য ফুটবলের পাশাপাশি চাকরিও করতে হয়েছে সাজন সাহানিকে। কখনও চালিয়েছেন টোটো, কখনও কাজ করেছেন জুট মিলে। এরই মাঝে চালিয়ে গিয়েছেন ফুটবল।

ISL-এর আরো এক ক্লাবে হতে পারে কোচ বদল

সাজন সাহানির কথায়, “দরকারে চাকরিও করেছি। টোটো চালিয়েছি এক সময়, জুট মিলে কাজ করেছি। এটুকু বিশ্বাস করি স্ট্রাগল না করলে জীবনে কিছু পাওয়া যায় না। ভদ্রেশ্বরে আগে ভাড়া বাড়িতে থাকতাম। এখন নিজেদের বাড়ি হয়েছে। এই ফুটবল খেলেই নিজেদের বাড়ি করেছি।”

সার্দান সমিতির হয়ে খেলেছিলেন কলকাতা ফুটবল লিগ। তখনই অনেকের নজর কেড়েছিলেন। তারপর অনেক ক্লাবের অফার পেয়েছিলেন। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবের অফার ছিল সাজন কাছে। তিনি বলেছেন, “কলকাতা ফুটবল লিগ খেলার পর অনেক ক্লাবের অফার এসেছিল। আইএসএল-এর ওডিশা এফসি, কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ দলে যোগ দেওয়ার সুযোগ ছিল। আই লিগ থেকে ট্রাউ এফসি, নেরোকা অফার করেছিল। আই লিগে উঠতি ফুটবলারদের খেলার সুযোগ বেশি তাই আই লিগে খেলার সিদ্ধান্ত নিই। জয়েন করি নেরোকে এফসিতে।”

Mohun Bagan: কলকাতা ফুটবল লিগে পুরোনো পন্থা অবলম্বন করতে পারে মোহনবাগান

ফুটবল, চাকরির পাশাপাশি পড়াশুনাও করেছেন সাজন। ইতিহাসে বি.এ। ভবিষ্যৎ-এ কলকাতার বড় ক্লাব ও টিম ইন্ডিয়ার হয়ে খেলার ইচ্ছা রয়েছে। আপাতত ফোকাসে কলকাতা ফুটবল লিগ।