East Bengal: মুম্বাই ম্যাচ হারার পর কি বললেন কুয়াদ্রাত? জানুন

আইএসএলের প্রথম লেগের পর এবার দ্বিতীয় লেগে ও খুব একটা সুবিধা করা সম্ভব হচ্ছে না লাল-হলুদের (East Bengal)। গত মঙ্গলবার তাদের পরাজিত হতে হয়েছে পেট্রো…

East Bengal coach Carles Cuadrat

আইএসএলের প্রথম লেগের পর এবার দ্বিতীয় লেগে ও খুব একটা সুবিধা করা সম্ভব হচ্ছে না লাল-হলুদের (East Bengal)। গত মঙ্গলবার তাদের পরাজিত হতে হয়েছে পেট্রো ক্রাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে। আসলে শুরু থেকেই এই ম্যাচে জয় পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছিল মহেশদের। ছন্নছাড়া ডিফেন্সের পাশাপাশি মুড়ি মুড়কির মতো মিস পাস বদলে দেয় ম্যাচের পরিস্থিতি।

সেই সুযোগের সদ ব্যবহার করতে ছাড়েনি মুম্বাই দল। ঘনঘন আক্রমণে তারা কার্যত ফালাফালা করে দেয় ইস্টবেঙ্গলের ডিফেন্স। ভারতীয় তারকা আকাশ মিশ্রার পাশাপাশি মুম্বাইয়ের বিদেশি ফুটবলারদের দাপটে থাকে চরম পর্যায়ে। যারফলে প্রথমার্ধেই গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দল কিছুটা সক্রিয় হলেও তা মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী প্রতিপক্ষকে রোখার জন্য একেবারেই যথেষ্ট ছিলনা। তবে লালচুংনুঙ্গার মতো দাপুটে ডিফেন্ডার ম্যাচে থাকায় পরবর্তী সময় রক্ষনভাগ কিছুটা হলেও জমাট বাঁধানো সম্ভব হয় তাদের পক্ষে।

Advertisements

তবে গত নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ হেরে যেমন এগারো ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গিয়েছিল ঠিক তেমনভাবে গতকাল ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে হোম ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ও ভেঙে যায় তাদের। এই নিয়ে প্রচন্ড হতাশ লাল-হলুদ সমর্থকরা। অবশেষে দলের এই পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন দলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।

তিনি বলেন, দল এখন যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক ফুটবলার এই মুহূর্তে দলের সঙ্গে নেই। তারপরেও ছেলেরা মুম্বাইয়ের বিপক্ষে যে লড়াই দিয়েছে তা কুর্নিশ জানাতেই হয়। আরো বলেন, দল এখন একটি বিশেষ পরিকল্পনার মধ্যে দিয়ে এগোচ্ছে। তাই এখন সকল সমর্থকদের নিজেদের দলের ওপর ভরসা রাখতে হবে। ১৫ দিন আগেই এই দল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি দলে বেশ কিছু বদল এসেছে। নতুন বিদেশীদের মানিয়ে নিতে কিছুটা সময় দিতেই হবে। আগে ছয় বিদেশি নিয়ে ম্যাচ খেলা সম্ভব হলেও এখন হাতে গুনে মাত্র দুই বিদেশিকে নিয়েই ম্যাচ শুরু করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। এক কথায়, দল যে শেষ ছয়ের মধ্যেই থাকবে সেই নিয়ে যথেষ্ট আশাবাদী কার্লোস কুয়াদ্রাত।